কয়েক দশক পর বিরল কীর্তিতে ‘নোট বুকে’ নাম উঠল এই টেস্টের

ashes-test-2025-first-day-19-wickets-mitchell-starc-ben-stokes-record

অ্যাশেজ মানেই নাটকীয়তা। আর ২০২৫-২৬ মরসুমের অ্যাশেজের (Ashes Test) প্রথম দিনেই যেন সেই নাটকের সূচনা। উপস্থিত ৫১,৫৩১ দর্শকের সামনে পুরো দিনের খেলায় পড়ল অবিশ্বাস্য ১৯ উইকেট। কখনও স্টার্কের আগুনে স্পেল, কখনও স্টোকসের লড়াকু প্রত্যাঘাত। প্রথম দিন শেষেই ম্যাচ জমে উঠেছে রোমাঞ্চে।

অভিজ্ঞতা, গতি আর নিখুঁত সুইং তিনের মিশেলে অ্যাডিলেডে তাণ্ডব চালালেন মিচেল স্টার্ক। মাত্র ৫৮ রানে ৭ উইকেট, যা তাঁর টেস্ট কেরিয়ারের সেরা ফিগার। এর আগে সেরা ছিল ৬/৯। অ্যাশেজের প্রথম দিনে ৩৪ বছর পর কোনও বোলার ৭ উইকেট নিলেন। ১৯৯০-৯১ মরশুমে ওয়াকার মাঠে ক্রেগ ম্যাকডারমটের ৮ উইকেটের পর প্রথম এমন কীর্তি। এছাড়াও স্টার্ক অ্যাশেজের ইতিহাসে ২১তম বোলার হিসেবে ১০০ উইকেটের মালিক হলেন।

   

ইংল্যান্ড ‘বাজবল’ ছন্দে খেলতে গিয়েই একপ্রকার বিপাকে পড়ে। মাত্র ৩২.৫ ওভারে ১৭২ রানে থামে তাদের ইনিংস। হ্যারি ব্রুক (৫২), অলি পোপ (৪৬) ও জেমি স্মিথ (৩৩) ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি স্টার্ক-বোল্যান্ডদের সামনে।

চোটের কারণে নেই প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। ফলে স্কট বোল্যান্ডের সঙ্গে অভিষেক হল ব্রেন্ডন ডগেটের। ‘ব্যাগি গ্রিন’ উঠল তার মাথায় প্রথমবার। চাপের দিনে ডগেটও নিলেন ২ উইকেট, দলে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন।

তবে শুধু স্টার্কই নয়, প্রত্যাঘাত দেখালেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। স্টার্কের ঝড়ের জবাবে স্টোকস তুললেন ৫ উইকেট, ম্যাচে ফেরালেন তাঁর দলকে। অস্ট্রেলিয়ার ব্যাটিংও প্রথম ইনিংসে ধসে পড়ে ইংলিশ পেস-বোলিংয়ের সামনে। খোয়াজা (২), হেড (২১), স্মিথ (১৭) সবাই ব্যর্থ। কিছুটা লড়াই করেন অ্যালেক্স ক্যারি (২৬), কিন্তু তাতেও রক্ষা হয়নি।

প্রথম দিনের শেষে ম্যাচের চিত্র

ইংল্যান্ড: ১৭২ অল আউট

অস্ট্রেলিয়া: ১২৩/৯

অস্ট্রেলিয়া পিছিয়ে: ৪৯ রান

গত সাত বছর ধরে অ্যাশেজ দখলে রেখেছে অস্ট্রেলিয়া। কিন্তু এই মরশুমে ঘরের মাঠেই তাদের চাপের মুখে পড়তে হচ্ছে চোট, অভিষেক বোলার, ব্যাটিং ব্যর্থতা—সব মিলিয়ে। অন্যদিকে স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ড এসেছে প্রতিশোধের মিশন নিয়ে। এমন পরিস্থিতিতে প্রথম দিনেই ১৯ উইকেট পড়ে। এখনই বলা যায়, ২০২৫-২৬ মরশুমে অ্যাশেজ এক অবিশ্বাস্য লড়াইয়ের ইঙ্গিত দিয়েই শুরু হল।

দ্বিতীয় দিন কী চমক আসছে? ব্যাট হাতে অস্ট্রেলিয়ার শেষ উইকেট কি লড়াই জমিয়ে তুলবে? নাকি ইংল্যান্ড আরও এগিয়ে যাবে সিরিজের প্রথম টেস্টেই? দৃষ্টি এখন সেদিকেই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleডিসেম্বর থেকেই মোদী-শাহর টানা বঙ্গ সফর
Next articleশিলিগুড়ি করিডোর দিয়ে নেপালে বিপুল অস্ত্রপাচার বাংলাদেশিদের
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।