দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ ঘিরে ফের একবার তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার ছায়া পড়ল ক্রিকেটের ময়দানে। রবিবার রাতে এশিয়া কাপের (Asia Cup 2025) ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর পর ভারতীয় ক্রিকেটাররা প্রথাগত করমর্দন থেকে বিরত থাকেন। পাকিস্তানের তরফে এই আচরণকে ‘অখেলোয়াড়সুলভ’ বলে দাবি করা হলেও, ভারতের যুক্তি পাহেলগাঁওয়ে শহিদ নাগরিকদের প্রতি শ্রদ্ধা ও প্রতিবাদের প্রতীক।
Asia Cup 2025 : নিশ্চিত ভারত, শেষ ল্যাপে সুপার ফোরের দৌড়ে এই চার দেশ
করমর্দনের রাজনীতি
সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), যিনি ওই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন। ম্যাচ শেষে তিনি স্পষ্ট জানান, “আমরা একসঙ্গে এই সিদ্ধান্ত নিই। করমর্দনের চেয়ে কিছু জিনিস জীবনে অনেক বড়। এই জয় আমরা পাহেলগাঁও কাণ্ডের শহিদদের প্রতি উৎসর্গ করছি।”
উল্লেখ্য, কাশ্মীরের পাহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক শহিদ হন। ভারতীয় গোয়েন্দা সূত্রের দাবি, এই হামলার পেছনে পাকিস্তান-সমর্থিত জঙ্গি সংগঠনগুলির হাত রয়েছে। এর পরিপ্রেক্ষিতেই ভারতীয় দলের করমর্দন বয়কট।
পিসিবি ও আইসিসির প্রতিক্রিয়া
পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এই ঘটনাকে কেন্দ্র করে কঠোর প্রতিবাদ জানিয়েছে। পিসিবির তরফে জানানো হয়েছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নাকি পাকিস্তানের অধিনায়ককে ভারতীয় দলের সঙ্গে করমর্দন করতে মানা করেন। এর প্রতিবাদে তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) কাছে লিখিত অভিযোগ দায়ের করে। সূত্রের খবর, পিসিবির শীর্ষ এক কর্তা কর্মকর্তাকে দায়িত্বে গাফিলতির অভিযোগে বরখাস্তও করা হয়েছে।
ED Summons : কোটির টাকার তছরুপ! দুই বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে তলব ইডির
‘ট্রফি বয়কট’ হুঁশিয়ারি
পিটিআইয়ের সূত্র অনুযায়ী, যদি ভারত ২৮ সেপ্টেম্বরের ফাইনালে পৌঁছে এবং জয়ী হয়, তবে ভারতীয় দল পুরস্কার বিতরণী মঞ্চে উঠবে না। কারণ, বিজয়ী ট্রফি তুলে দেওয়ার কথা রয়েছে এসিসি প্রধান মহসিন নকভির (Mohsin Naqvi), যিনি একইসঙ্গে পিসিবির চেয়ারম্যান। ভারতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। কিন্তু বোর্ড সূত্রে জানা গিয়েছে, এ বিষয়ে কঠোর মনোভাবেই অটল রয়েছে টিম ম্যানেজমেন্ট।
বোর্ডের এক শীর্ষ কর্তা বলেন, “যেখানে আইন নেই, সেখানে ভারতীয় দল বাধ্য নয় করমর্দন করতে বা ট্রফি নিতে। ক্রিকেট শুধু খেলা নয়, একটা বার্তার মাধ্যমও।”
গম্ভীরের স্পষ্ট বার্তা
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর স্পষ্ট ভাষায় বলেন, “সন্ত্রাসবাদ চলতে থাকলে, পাকিস্তানের সঙ্গে কোনও রকম খেলার সম্পর্ক নয়। খেলাধুলার থেকেও বড় দেশপ্রেম। আমরা খেলতে এসেছি, কিন্তু মাথা নত করে নয়।”
Mohun Bagan SG : এশিয়ার মঞ্চে ঘুরে দাঁড়াতে মরিয়া বাগান, কি বার্তা ভাইচুংয়ের?
অতীতের নজির
এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রীড়া মহলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই ইউক্রেন-বেলারুশ টেনিস খেলোয়াড়দের করমর্দন বর্জনের প্রসঙ্গ টেনে এনেছেন। ২০২৩ সালের উইম্বলডনে ইউক্রেনের এলিনা স্বিতোলিনা বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার সঙ্গে করমর্দন করেননি এবং কোনও শাস্তি ভোগ করতে হয়নি।
Suryakumar Yadav Won’t Accept Trophy From Mohsin Naqvi If India Win Asia Cup Final: Report pic.twitter.com/c9ehb9B9bS
— CricXScore (@CricXScore) September 15, 2025
As Per report India Captain Suryakumar Yadav won’t accept trophy from PCB Chief Mohsin Naqvi if India wins Asia Cup 2025