চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে আরও এক মরসুম খেলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni )। ২০২৬ সালের আইপিএলে (IPL 2026) আবারও দেখা যাবে ‘ক্যাপ্টেন কুল’কে চেন্নাইয়ের (CSK) জার্সিতে। ইতিমধ্যে এমনই খবর ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দলের চেয়ারম্যান হিসেবে এন. শ্রীনিবাসনের প্রত্যাবর্তনের পরই ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও জোরদার হয়। তবে শোনা যাচ্ছে, ধোনি নাকি নিজেই খেলতে আগ্রহী।
শেষ ‘হোম ম্যাচ’ নয় মেসির! আর্জেন্টিনা কোচের মন্তব্যে বাড়ছে জল্পনা
২০২৫ সালের আইপিএলে রুতুরাজ চোট পেয়ে ছিটকে গেলে দলের অধিনায়কত্ব ফিরে পান ধোনি। যদিও সেই সিজনে চেন্নাইয়ের পারফরম্যান্স একেবারেই আশানুরূপ ছিল না। ১৪ ম্যাচে মাত্র চারটিতে জয় পায় ফ্র্যাঞ্চাইজি এবং পয়েন্ট টেবিলের তলানিতে শেষ করে মরসুম। ধোনির পারফরম্যান্সও ছিল মাঝারি। ১৩ ইনিংসে ১৯৬ রান করেন তিনি, স্ট্রাইক রেট ছিল ১৩৫.১৭। একাধিক ম্যাচে তাঁকে ৮ বা ৯ নম্বরে ব্যাট করতে দেখা যায়।
এই পারফরম্যান্সের পর অনেকেই ধরে নিয়েছিলেন, হয়ত এটাই ধোনির শেষ আইপিএল। কিন্তু বাস্তব ছবিটা অন্যরকম। শ্রীনিবাসনের চেন্নাই সুপার কিংসে ফিরে আসা ধোনির ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছে নতুনভাবে। জানা যাচ্ছে, শ্রীনিবাসন এখনও দলের ক্রিকেট সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেন। কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুতুরাজ এবং ধোনি, তাঁদের মধ্যে আলোচনার পরেই সিদ্ধান্ত পৌঁছায় শ্রীনিবাসনের কাছে।
ভারতের ‘মরণ-বাঁচন’ ম্যাচে রইল সম্ভাব্য তিন রোমাঞ্চকর লড়াই
৮০ বছর বয়সী শ্রীনিবাসন অসুস্থ হলেও, দলের সঙ্গে তাঁর সংযোগ অটুট। তাঁর মেয়ে রূপা গুরুনাথ আরও বেশি করে যুক্ত থাকছেন এখন থেকে, তবে চূড়ান্ত কথা এখনও শ্রীনিবাসনেরই। আর ধোনির সঙ্গে তাঁর সম্পর্ক বহুদিনের, যা ক্রিকেট-পরিসংখ্যানের বাইরে গিয়ে পৌঁছে যায় আবেগের স্তরে। কয়েক বছর আগে শ্রীনিবাসন বলেছিলেন, “যতদিন চাইবে, ততদিন খেলতে পারবে ধোনি।”
ধোনিও বলেছিলেন, “হুইলচেয়ারে বসে থাকলেও চেন্নাই আমাকে টেনে নামাবে মাঠে।” এই আবেগই হয়ত তাঁকে ৪৪ বছর বয়সেও আবারও মাঠে ফেরাচ্ছে। ২০২৫ সালের মেগা নিলামের আগে ধোনিকে ৪ কোটি টাকায় দলে রেখে দেয় চেন্নাই। নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পাঁচ বছর পর ধোনি এখন ‘আনক্যাপড’ ক্যাটাগরিতে পড়েন।
কান্তিরাভা নয়! বদলে কোথায় হল ভারত বনাম সিঙ্গাপুর ম্যাচের ভ্যেনু?
২০২৫ সালের সিজনে CSK দলে পরিবর্তনের হাওয়া লেগেছিল। দলে জায়গা পেয়েছেন তরুণ খেলোয়াড়রা। আয়ুষ মাত্রে, উরভিল প্যাটেল, ব্রেভিসের মতো প্রতিভারা। তবে তার মাঝেই ধোনির মতো অভিজ্ঞ ক্রিকেটার দলের ‘আত্মা’ হিসেবে থেকে যাচ্ছেন। তাই ২০২৬ আইপিএলে আবারও চেন্নাইয়ের হলুদ জার্সিতে মাঠে নামতে দেখা যাবে মাহিকে। তাঁর এক ঝলক দেখার অপেক্ষায় আবারও গোটা দেশ। এবারও কি ট্রফি নিয়ে হ্যাপি এন্ডিং? উত্তর লুকিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৬ মরসুমে।
🚨BREAKING:
MS Dhoni is likely to play for at least one more season in the IPL. This follows N Srinivasan’s return as Chennai Super Kings chairman.@ThumsUpOfficial @shamik100 #CSK #MSDhoni pic.twitter.com/xvlR8Nzdu8
— RevSportz Global (@RevSportzGlobal) September 4, 2025
As per Report CSK legend MS Dhoni like to play one more season in IPL 2026 for Chennai Super Kings