ভারতের শীর্ষস্থানীয় ফুটবল (Indian Football) টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ভবিষ্যৎ নিয়ে আবারও জটিলতা তৈরি হয়েছে। সর্ব ভারতীয় ফুটবল সংস্থা (AIFF) এবং আইএসএলের বিপণন সঙ্গী ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) মধ্যে নতুন মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট (MRA) আলোচনায় মতানৈক্য দেখা দিয়েছে বলে জানা গিয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্ট অনুযায়ী, ফেডারেশন আগামী ১০ বছরের জন্য আইএসএলকে দেশের শীর্ষ ফুটবল লিগ হিসাবে প্রতিষ্ঠিত করতে প্রস্তুত, তবে কিছু শর্তে। ফেডারেশন চায় প্রতিযোগিতায় স্পষ্ট প্রমোশন এবং রেলিগেশন সিস্টেম চালু হোক। উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সালে একটি রোডম্যাপ অনুযায়ী আইএসএলকে শীর্ষ লিগের স্বীকৃতি দেওয়া হয়। সেই রোডম্যাপ অনুযায়ী ২০২২-২৩ মরসুম থেকে প্রমোশন চালু হলেও এখনো পর্যন্ত রেলিগেশন চালু হয়নি।
এআইএফএফ এবার এফএসডিএলের সঙ্গে একটি নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে, যেখানে এফএসডিএলকে আইএসএল পরিচালনার পূর্ণ স্বাধীনতা এবং ব্যবসায়িক নিয়ন্ত্রণ দেওয়া হবে। তবে এর পাশাপাশি তারা ‘গেম ডেভেলপমেন্ট ফান্ড’-এ প্রতি বছর ৫০ কোটি টাকা অথবা ২০২৬ সাল থেকে মোট আয়ের ১০ শতাংশ (যেটি বেশি হবে) জমা দেওয়ার দাবি জানিয়েছে। এই অঙ্ক প্রতিবছর ৫% করে বাড়বে বলেও ফেডারেশনের প্রস্তাবে বলা হয়েছে।
যদিও জানা গিয়েছে এই প্রস্তাবে একমত নয় এফএসডিএল। সংস্থা ফেডারেশনকে এক ভিন্ন কাঠামোর প্রস্তাব দিয়েছে, যেখানে একটি নতুন হোল্ডিং কোম্পানি তৈরি হবে। সেই কোম্পানির শেয়ার থাকবে ক্লাবগুলোর (৬০%), এফএসডিএলের (২৬%) এবং ফেডারেশনের (১৪%) হাতে। অর্থাৎ ক্লাবগুলোর অংশগ্রহণ ও সিদ্ধান্তগ্রহণ ক্ষমতা বাড়াতে চাইছে তারা।
এআইএফএফ তাদের প্রস্তাবে উল্লেখ করেছে যে, নতুন কাঠামোতে আইএসএল চ্যাম্পিয়নরা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) শীর্ষ প্রতিযোগিতায় অংশ নেবে। আই-লিগ চ্যাম্পিয়নদের জন্য নির্ধারিত হবে দ্বিতীয় স্লট। বর্তমানে সুপার কাপ বিজয়ীরা এএফসি টুর্নামেন্টে অংশ নিচ্ছে, সেই নিয়মে পরিবর্তন আসতে পারে।
বর্তমানে এই আলোচনার চূড়ান্ত সিদ্ধান্ত আসা আটকে রয়েছে একটি আইনি পর্যবেক্ষণের জন্য। ১৫ বছরের পুরনো মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট শেষ হচ্ছে ৮ ডিসেম্বর, কিন্তু ২০২৫ সালের ২৬ এপ্রিল সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে, তারা চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত এই চুক্তি নবীকরণ করা যাবে না।
এআইএফএফের এক শীর্ষ কর্মকর্তা টাইমস অফ ইন্ডিয়া-কে জানিয়েছেন, “আমরা এখনই কোনো পদক্ষেপ নিতে পারছি না কারণ সুপ্রিম কোর্ট একটি পর্যবেক্ষণ দিয়েছে। এখন আমরা কোর্টের রায়ের জন্য অপেক্ষা করছি, তারপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।”
ভারতীয় ফুটবলের কাঠামো ও ভবিষ্যৎ ঘিরে এই বিতর্ক এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মোড়ে এসে দাঁড়িয়েছে। আগামী কয়েক সপ্তাহে সুপ্রিম কোর্টের নির্দেশ ও দুই পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে স্থির হবে আইএসএল-এর ভবিষ্যৎ এবং দেশের ফুটবল কাঠামোর রূপান্তর। ফুটবলপ্রেমীরা এখন তাকিয়ে রয়েছেন একটি সুসংহত ও দীর্ঘমেয়াদি সমাধানের দিকে।
as per report AIFF ready to continue ISL but FSDL disagree with 50 crore annual payment demand