অর্শদীপের কাণ্ডে মেজাজ হারালেন গৌতম গম্ভীর!(Arshdeep 13 ball over) মুলানপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় ডাগআউটের সামনেই গৌতম গম্ভীরকে মেজাজ হারাতে দেখা গেল । প্রথম ম্যাচে বল হাতে দুর্দান্ত অর্শদীপ—মাত্র ২ ওভারে ১৪ রান দিয়ে তুলে নিয়েছিলেন ২ উইকেট। আর সেই অর্শদীপই দ্বিতীয় ম্যাচে এমন এক ওভার খেললেন, যা দেখা মাত্রই তেলে-বেগুনে জ্বলে উঠলেন গৌতম গম্ভীর। ক্যামেরায় ধরা পড়ে রীতিমতো ক্ষুব্ধ মুহূর্ত।
Pressure is a part of the game, but abusing a young player is never the answer.
Gautam Gambhir should be ashamed of how he acted with Arshdeep Singh. pic.twitter.com/g22TiAPq4L— Cricket Vibes (@cricvibes47) December 11, 2025
ঘটনা ইনিংসের ১১তম ওভার। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তখন চরম ছন্দে। বল হাতে অর্শদীপ প্রস্তুত। কিন্তু প্রথম বলেই বিপদ—কুইন্টন ডি কক তাঁর ডেলিভারি পাঠিয়ে দিলেন বাউন্ডারির বাইরে। এর পর থেকেই যেন ছন্দ সম্পূর্ণ হারিয়ে ফেলেন অর্শদীপ সিং। পরপর দু’টি ওয়াইড করলেন। চাপ বাড়ল। তারপরের বলটি ডট হলেও সেখানেই সঙ্কট শেষ হয়নি। মানসিক চাপে পড়ে একই ওভারে আরও পাঁচটি ওয়াইড বল করেন তিনি!
অর্থাৎ, এক ওভারে মোট ১৩টি ডেলিভারি দিয়ে ১৮ রান খরচ করেন অর্শদীপ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি একটি অস্বস্তিকর রেকর্ড। গত বছর আফগানিস্তানের নবীন-উল-হক জিম্বাবোয়ের বিরুদ্ধে এক ওভারে ১৩টি বল করে যে লজ্জাজনক নজির গড়েছিলেন—সেটিই এবার নিজেদের নামে তুলে নিলেন অর্শদীপ।
এই বিরল এবং বিব্রতকর মুহূর্তটি ডাগআউটের কোচিং ব্রিগেডও সহজভাবে নিতে পারেননি। সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেন কোচ গৌতম গম্ভীর। বলের পর বল ওয়াইড হওয়ায় তাঁকে দেখা যায় ডাগআউট থেকে উঠে চিৎকার করতে, হাত নেড়ে ক্ষোভ উগড়ে দিতে।
তাঁর মুখের অভিব্যক্তি স্পষ্ট বলছিল এই পরিস্থিতি মেনে নেওয়া কঠিন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যায়, একসময় গম্ভীর ক্যামেরার দিকেও তাকান, যেন সচেতন হচ্ছেন যে তাঁর রাগ প্রকাশের পুরো মুহূর্তটাই লাইভ ধরা পড়ছে। তবুও, মুখ লাল করে হুঁশিয়ারি ভঙ্গি সামলাতে বেশ বেগ পেতে হয় তাঁকে।
ভারতীয় পেসাররা এমনিতেই দিনটার শুরুতেও চাপে ছিলেন। ডি কক, মার্করাম, ফেরেইরা—প্রায় সবাই মিলে দলটিকে এমনভাবে ব্যাটিং তাণ্ডবে নিয়ে যান যে দুই শোর গণ্ডি পেরিয়ে যাওয়া ছিল সময়ের অপেক্ষা। তার ওপর অর্শদীপের এই ‘ওভার বিপর্যয়’ যেন ভারতীয় বোলিং বিভাগে শেষ পেরেক ঠুকে দেয়।
গম্ভীরের রাগের পিছনে কারণ শুধু ভুল নয় বরং ম্যাচের পরিস্থিতি। এই সিরিজে ভারত নতুনদের সুযোগ দিচ্ছে, এবং প্রতিটি ওভারই গুরুত্বপূর্ণ। গম্ভীর বরাবরই আগ্রাসী ও ফলাফল-নিষ্ঠ কোচ। তাই তিনি বোঝাতে চেয়েছিলেন—চাপের মুখে মানসিক দৃঢ়তা না দেখালে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকা কঠিন।
অন্যদিকে, অর্শদীপ নিজেও নিজের ওভারের পর মাথা নিচু করে মাঠের প্রান্তে হাঁটতে দেখা যায়। সতীর্থরা এসে তাঁকে ভরসা দিয়েছেন। তবে বড় ম্যাচে এমন ভুল ভারতীয় ক্রিকেটে এখন বড় আলোচনার জায়গা।
এই ম্যাচে ভারতের চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে ওঠে যখন দক্ষিণ আফ্রিকার রান পাহাড় সমান আকার নেয়। বোলারদের বেপরোয়া বল, ফিল্ডিংয়ের ঢিলেমি, সঙ্গে ডিউ ফ্যাক্টর সব মিলিয়ে পরিস্থিতি গম্ভীরের জন্য ছিল অসহনীয়। তাই ডাগআউটে তাঁর উত্তেজিত প্রতিক্রিয়ায় অবাক নন ভারতীয় টিম মেটরা । বরং অনেকেই বলছেন—“গুরু রেগেছেন মানে সমস্যা সত্যিই বড়!”
