Arnab Mondal : ইস্টবেঙ্গলের ঘরের ছেলে শ্লোগান দিচ্ছেন অন্য ক্লাবের নামে

কলকাতা ফুটবল লিগের জন্য নতুন করে দল গুছিয়েছে বেহালার বিএসএস স্পোর্টিং ক্লাব। এক ঝাঁক তরুণ প্রতিভা নিয়ে গড়া হয়েছে দল। বেশ কিছু ধরে চলছে অনুশীলন। সেই সঙ্গে রয়েছে একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

বিএসএস স্পোর্টিং ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে অর্ণব মন্ডলকে। অর্ণব বেহালার ছেলে। বিএসএস তাঁর কাছের ক্লাব। তাই এই দুইয়ের মধ্যে যে যোগ থাকবে সেটা স্বাভাবিক। অর্ণবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে জানিয়েছে ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে অর্ণব বলেছেন, “জয় বেহালা”।

   

অর্ণব মন্ডল এবং ইস্টবেঙ্গল, এই দুই নাম জড়িয়ে রয়েছে বহুকাল ধরে। ক্লাব কেরিয়ারের অনেকটা সময় তিনি ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে মাঠে নেমেছেন। লাল হলুদ জার্সি পরে খেলেছেন একশোর ওপর ম্যাচ। জিতেছেন ফেডারেশন কাপ। জাতীয় দলের হয়েও তাঁর অবদান ভোলার নয়। যদিও আরও একটু হয়তো দীর্ঘ হতে পারতো তাঁর ফুটবল কেরিয়ার। আপাতত তিনি বেহালার ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

ইতিমধ্যে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বিএসএস। ক্রমে উন্নতি করেছে দল। শ্রীভূমি ফুটবল ক্লাবের বিরুদ্ধে জিতেছে ৭-২ গোলে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ। তাই ভালো কিছু করে দেখাতে তারা বদ্ধপরিকর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন