জাতীয় দলের হয়ে এক সময় নিয়মিত খেলেছেন আর্মান্দো সাদিকু (Armando Sadiku)। ইউরো ২০২৪ (Euro 2024)-এর বাছাই পর্বের ম্যাচেও দলের সঙ্গে যুক্ত ছিলেন। শেষ পর্যন্ত টুর্নামেন্টের মূল স্কোয়াডে জায়গা হয়নি। গ্যালারিতে বসেই নিজের দেশের ইউরো ম্যাচ দেখলেন মোহনবাগান সুপার জায়ান্টের তারকা ফুটবলার।
রবিবার ইউরো ২০২৪-এর ম্যাচে ইতালির বিরুদ্ধে মাঠে নেমেছিল আলবেনিয়া। ইতালির বিরুদ্ধে একটি গোল করেছে তারা। যদিও জিততে পারেনি। আলবেনিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয় লাভ করেছে ইতালি। ম্যাচের প্রথম মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল আলবেনিয়া।
ISL: ইস্টবেঙ্গলের কোনও ফুটবলারই নেই এই তালিকায়!
পরে দু’টি গোল করে ম্যাচ জিতে নেয় ইতালি। আলবেনিয়ার হয়ে একমাত্র গোলটি করেছিলেন নেদিম বাজরামি। ইতালির হয়ে গোল দু’টি করেছেন যথাক্রমে আলেসান্দ্রো বস্তনি ও নিকোলো বারেলা। ইতালির বিরুদ্ধে শুরুতেই আলবেনিয়া গোল পেয়ে যাবে সেটা ফুটবল প্রেমীদের অনেকেই হয়তো অনুমান করতে পারেননি। উয়েফা ইউরোতে আলবেনিয়ার এই গোল ঐতিহাসিক। গ্যালারিতে বসে দেশের এই ঐতিহাসিক গোলের সাক্ষী থেকেছেন আর্মান্দো সাদিকু।
Albania’s first ever goal scorer in #EURO competition, Armando Sadiku of Mohun Bagan 💚❤️ is in the attendance of the match between Italy 🇮🇹 and Albania 🇦🇱 at Dortmund, Germany.#EURO2024 #ITAALB #Azzurri #Albania pic.twitter.com/axPu6hR4m4
— Arindam Mullick (@arindammullick) June 15, 2024
East Bengal: আরও এক স্ট্রাইকারকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল!
আলবেনিয়ার নিকোলো বারেলা ম্যাচ শুরু হওয়ার ২২ সেকেন্ডের মাথায় গোল করেছিলেন। ইউরো ইতিহাসে অন্যতম দ্রুত গোল। ইতালির বিরুদ্ধে পরাজয় বরণ করলেও আলবেনিয়ার এই গোল লেখা থাকবে ইতিহাসের পাতায়।