HomeSports News২৮০০ ইলো রেটিং অতিক্রম করল দ্বিতীয় ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন

২৮০০ ইলো রেটিং অতিক্রম করল দ্বিতীয় ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন

- Advertisement -

ভারতের প্রতিভাবান গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি (Arjun Erigaisi) ভারতীয় দাবার আরও একটি ইতিহাস সৃষ্টি করেছেন। কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের পর তিনিই দ্বিতীয় ভারতীয় যিনি স্বর্ণমানের ২৮০০ ইলো রেটিং অতিক্রম করেছেন।

মহান অর্জন
অর্জুন এই মাইলফলক অর্জন করেন ইউরোপিয়ান চেস ক্লাব কাপ ২০২৪-এ আলকালয়েড দলের হয়ে রাশিয়ার দিমিত্রি আন্দ্রেইকিনকে পরাজিত করার পর। সাদা ঘুঁটি দিয়ে খেলতে নেমে এই জয় তুলে আনেন তিনি। অর্জুন বর্তমানে বিশ্বের লাইভ রেটিং তালিকায় ৩ নম্বরে উঠে এসেছেন।

   

তিনি ভারতীয় দাবার ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ২৮০০ রেটিং পার করেছেন। বিশ্বের মধ্যে সবচেয়ে কম বয়সে এই রেটিং অতিক্রম করার কৃতিত্ব রয়েছে ফ্রান্সের আলিরেজা ফিরৌজজার, যিনি ১৮ বছর ৫ মাস বয়সে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

গত কয়েক মাসে অর্জুনের সাফল্য
অর্জুনের সাম্প্রতিক সময় অত্যন্ত সাফল্যমণ্ডিত। তিনি ২০২৪ সালে বুদাপেস্টে আয়োজিত চেস অলিম্পিয়াডে ব্যক্তিগত এবং দলগত স্বর্ণপদক জয় করেন। এছাড়াও, তেপে সিগেমান দাবা টুর্নামেন্টে দ্বিতীয় স্থান এবং শারজাহ মাস্টার্স ওপেনে পঞ্চম স্থান দখল করেন।

এর পাশাপাশি তিনি মেনোর্কা ওপেনের শিরোপা এবং ২০২৪ ডব্লিউআর চেস মাস্টার্স কাপও জয় করেছেন, যেখানে তিনি ফ্রান্সের ম্যাক্সিম ভাচিয়ার-লাগ্রেভকে হারান।

বিশ্বের সর্বোচ্চ রেটেড খেলোয়াড়দের তালিকায় অর্জুনের নাম
দাবার ইতিহাসে সর্বোচ্চ রেটিংধারী খেলোয়াড়রা হলেন:
ম্যাগনাস কার্লসেন (নরওয়ে) – ২৮৮২
গ্যারি কাসপারভ (রাশিয়া) – ২৮৫১
ফ্যাবিয়ানো কারুয়ানা (আমেরিকা) – ২৮৪৪
অর্জুন এরিগাইসি (ভারত) – ২৮০২.১
অর্জুনের সাফল্য ভারতীয় দাবাকে আরও উচ্চতায় নিয়ে যাবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular