শেষ মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছিলেন আইএসএলের গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার অরিন্দম ভট্টাচার্য।কিন্তু নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি।পড়তে হয়েছিল সমালোচনার মুখে।
তাই আসন্ন মরশুমে ফর্মে ফিরতে খানিকটা মরিয়া ছিলেন তিনি।আর তার’ই জন্যে প্রত্যাবর্তনের আশায় ব্যক্তিগত উদ্যোগে স্পেনে প্রস্তুতি নেওয়ার জন্য মনোস্থির করেন অরিন্দম।ঠিক করেন মারবেয়া ক্লাবে গোলকিপিং কোচদের কাছে প্রস্তুতি নেবেন।
জুলাই মাসে ভিসার জন্য আবেদন করেন দুই প্রধানে খেলা গোলকিপার।আশা রেখেছিলেন দিন সাতেকের মধ্যে ভিসা পাবেন তিনি।কিন্তু পেয়েছেন একদিন আগে।এদিকে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে হাতেগোনা কয়েকদিনের মধ্যে প্রাক মরশুম প্রস্তুতি’তে নামতে হবে তাকে।
আসছে মরশুমে নর্থইস্ট ইউনাইটেডে খেলবেন অরিন্দম, এই খবর আমরা আগেই জেনেছি। ক্লাব মারফত তিনি জেনেছেন ১লা আগষ্ট থেকে প্রস্তুতি শুরু করবে ক্লাব।সামনে ডুরান্ড কাপ,তারপর আইএসএল,সুপার কাপের মতো টুর্নামেন্ট।তাই আপাতত ক্লাবের প্রস্তুতি শিবিরে যোগদান করার জন্য রওনা দেবেন তিনি শীঘ্রই,পরবর্তী সময়ে ক্লাবের অনুমতি নিয়ে স্পেনে যাবেন বলে মনোস্থির করেছেন তিনি।