Martinez: ঢাকায় বিশ্বকাপ জয়ী মার্টিনেজ, ফিরতি পথে কলকাতায়

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে (Argentina) নিয়ে বাংলাদেশের (Bangladesh) উন্মাদনায় চমকে গেছিল দুনিয়ায়। একইসাথে পশ্চিমবঙ্গের উন্মাদনাও ছিল লক্ষ্যনীয়। কূটনৈতিক সূত্র ধরে পুরো আর্জেন্টিনা দলটি বাংলাদেশ সফরে আসছে। ঢাকার কূটনৈতিক মহল বলছে, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে কূটনৈতিক-বাণিজ্যিক সুসম্পর্ক তৈরি হতে যাচ্ছে। এই যাত্রায় কলকাতা ছুঁয়ে যেতে পারেন টিম মেসি। সোমবার ঢাকায় বিশ্বকাপ জয়ী (Martinez) মার্টিনেজ, ফিরতি পথে কলকাতায় যাবেন তিনি।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলা গোলকিপার মার্টিনেজ ঢাকায়। কাতার বিশ্বকাপ থেকেই তিনি শুনে এসেছেন বাংলাদেশের ফুটবল আবেগের কথা। জাতীয় দলের টুইটার হ্যান্ডেলে বাংলাদেশের পতাকা দেওয়া মেসির ছবি বানিয়ে সেই আবেগকে সম্মান জানিয়েছিল আর্জেন্টিনা।

   

বিশ্বকাপের পর সেই বাংলাদেশে আসতে চেয়েছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার সেই ইচ্ছা পূরণ হয়েছে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ সোমবার ভোর সাড়ে পাঁচটায় ঢাকায় পৌঁছে যান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানো হয়। ফিরতি পথে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন