World Cup 2022: মেসিদের বিশ্বকাপের নয়া জার্সি এলো প্রকাশ‍্যে

Argentina's new jersey

বছর শেষেই কাতারে শুরু ফুটবল বিশ্বকাপ (World Cup)। তার’ই অনেক আগেই বিশ্বকাপের উত্তাপ বাড়াতে মেসিদের নয়া জার্সি চলে এল বাজারে। সম্প্রতি বিশ্ববিখ্যাত ক্রীড়া সরঞ্জামের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস এবং আর্জেন্টিনার ফুটবল সংস্থা মিলে এই জার্সি উন্মোচন করে।

Advertisements

অবশ‍্য এর আগেই আর্জেন্টিনার নতুন বিশ্বকাপ জার্সিটি প্রকাশ‍্যে এসেছিল।এবার সরকারি ভাবে সেটিকে প্রকাশ‍্যে আনা হয়েছে।নিজেদের সরকারি ট‍্যুইটার হ‍্যান্ডেলে মেসির নতুন জার্সি পরিহিত ছবি পোস্ট করেছিল আর্জেন্টিনার প্রিয় সংস্থা।

Argentina’s 2022 World Cup

Advertisements

পরবর্তী সময়ে আর্জেন্টিনার ফুটবল সংস্থার তরফে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, সেখানে আঞ্জেল ডি মারিয়া, রদ্রিগো ডি পল, নিকোলাস ওটামেন্দি সহ বেশ কিছু আর্জেন্টিনার মহিলা ফুটবলার’কেও দেখা গেছে।