কোপা জয়ের রেশ কাটতেই হোঁচট খেল আর্জেন্টিনা। গত বুধবার ফুটবল ইভেন্ট দিয়ে শুরু হয়েছিল অলিম্পিকের (Spain Olympic football) খেলা। যেখানে মুখোমুখি হয়েছেন আর্জেন্টিনা এবং মরোক্কো। নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল ২-২ গোল থাকলেও পরবর্তীতে জয়ী ঘোষনা করা হল মরোক্কানদের। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ভবিষ্যতে এটাই হয়ত ফুটবল ইতিহাসের অত্যন্ত বিষ্ময়কর ম্যাচ হিসেবে গণ্য হবে।
ম্যাচ শেষ হতে তখনও মিনিট কুড়ির অপেক্ষা। দুই গোলের ব্যবধানে এগিয়ে মরক্কো। অপরদিকে গোলের মুখ খুলতে ঘন ঘন আক্রমণ শানাচ্ছে আর্জেন্টাইন ফুটবলাররা। সেই চাপ সামলাতে কার্যত নাজেহাল অবস্থা দেখা দেয় মরোক্কো দলের। তবুও প্রতিপক্ষের ডিফেন্ডারদের পরাজিত করে প্রথম গোল তুলে নেয় আর্জেন্টিনা। গোলদাতা জিউলিয়ানো সিমিয়নে। কিন্তু তার পরেও এক গোলের ব্যবধানে জয় পাওয়ার পরিস্থিতি ছিল প্রতিপক্ষের। কিন্তু তা বেশিক্ষন স্থায়ী হয়নি।
অতিরিক্ত সময় গোল করেন মেদিনা। তারপর থেকেই অন্য চেহারায় ধরা দেয় গোটা স্টেডিয়াম। জলের বোতল থেকে শুরু করে আতস বাজি, কোনো কিছুই বাদ যায়নি। খেলোয়াড়দের লক্ষ্য উড়ে আসতে থাকে সেগুলি। এমনকি খেলা চলাকালীন মাঠে ও ঢুকে পড়েন বেশকিছু সমর্থক। পরিস্থিতি সামাল দিতে সাময়িক বন্ধ রাখা হয় ফুটবল ম্যাচ। তারপর পরিস্থিতির উন্নতি ঘটলে ম্যাচ শুরু হওয়ার মুহূর্ত তৈরি হলে উঠে আসে ভিএআর সিদ্ধান্ত।
সেখানেই বাতিল হয়ে যায় আর্জেন্টিনার দ্বিতীয় গোল। যা নিয়ে হতবাক গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। এই গোল বাতিলের ফলে এক গোলের ব্যবধানে জয়ী হয় মরোক্কো। যা নিয়ে খুশির আমেজ রয়েছে খেলোয়াড়দের মধ্যে। কিন্তু দীর্ঘ সময় পর গোল বাতিলের এমন ঘটনা হয়ত আগে কখনো দেখা যায়নি। যা নিয়ে নেট মাধ্যমে ক্ষোভ উগড়ে দেন লিওনেল মেসি।