শেষ ‘হোম ম্যাচ’ নয় মেসির! আর্জেন্টিনা কোচের মন্তব্যে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতে (ভারতীয় সময় শুক্রবার ভোরে) আর্জেন্টিনা (Argentina) দলের জার্সি গায়ে লিওনেল মেসিকে (Lionel Messi) হয়ত শেষবারের মতো দেশের মাটিতে খেলতে দেখা যাবে। এমন সম্ভাবনাতেই…

Argentina Coach Lionel Scaloni hints Lionel Messi will play last home match against Venezuela

বৃহস্পতিবার রাতে (ভারতীয় সময় শুক্রবার ভোরে) আর্জেন্টিনা (Argentina) দলের জার্সি গায়ে লিওনেল মেসিকে (Lionel Messi) হয়ত শেষবারের মতো দেশের মাটিতে খেলতে দেখা যাবে। এমন সম্ভাবনাতেই কাঁদছে কোটি-কোটি সমর্থকের হৃদয়। বিশ্বকাপ ২০২৬ যোগ্যতা অর্জন পর্বের (2026 World Cup Qualifier) ম্যাচ ঘিরে আবেগ-উচ্ছ্বাস ছাপিয়ে গিয়েছে সাধারণ প্রতিযোগিতার মাত্রা।

ভারতের ‘মরণ-বাঁচন’ ম্যাচে রইল সম্ভাব্য তিন রোমাঞ্চকর লড়াই

   

বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ভারতীয় সময় শুক্রবার ভোরে মাঠে নামছে আলবিসেলেস্তেরা। প্রতিপক্ষ ভেনেজুয়েলা (Venezuela) হলেও, মূল আকর্ষণ একটাই। ৩৮ বছর বয়সী লিওনেল মেসির সম্ভাব্য শেষ ‘হোম ম্যাচ’।

২০০৫ সালে উরুগুয়ের বিরুদ্ধে অভিষেকের পর থেকে দীর্ঘ দুই দশকের পথচলা। এর মাঝে কতো যে ওঠানামা, ট্রফিহীন হতাশা, সমালোচনা, আবার ঘুরে দাঁড়িয়ে অবিসংবাদী নায়ক হয়ে ওঠার গল্প। একসময় যাঁকে দেশের মানুষ স্বীকৃতি দিতে নারাজ ছিলেন, সেই মেসিই এখন কোটি আর্জেন্টিনীয়র চোখের মণি।

২০২২ বিশ্বকাপ মেসির নেতৃত্বে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। মেসির প্রতিটি পদক্ষেপ আজ মারাদোনার দেশের আবেগের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে গেছে। তাই দেশের মাটিতে তাঁর শেষ ম্যাচের সম্ভাবনায় মন ভার দেশের মানুষের।

কান্তিরাভা নয়! বদলে কোথায় হল ভারত বনাম সিঙ্গাপুর ম্যাচের ভ্যেনু?

Advertisements

কোচ লিয়োনেল স্কালোনি (Lionel Scaloni) একদিকে যেমন মেসির ভূয়সী প্রশংসা করেছেন, তেমনই জল্পনার জন্ম দিয়েছেন শেষ ম্যাচের প্রসঙ্গ তুলে। তিনি বলেন, “আমরা জানি, এটি একটি আবেগঘন ম্যাচ। লিও নিজেও জানায় এই ম্যাচটা তাঁর কাছে বিশেষ। হয়তো এটাই দেশের মাটিতে শেষবার। তবে আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরও একটি ম্যাচ আয়োজন করতে, কারণ লিও সেটা প্রাপ্য।”

স্কালোনির এই মন্তব্য থেকেই আশার আলো দেখছেন সমর্থকরা। হয়তো আগামী বছর কোনও প্রীতি ম্যাচে আবার দেখা যাবে ‘লিওকে’। কিন্তু বিশ্বকাপের আগে দেশের মাটিতে আর কোনও অফিসিয়াল ম্যাচের সম্ভাবনা নেই বললেই চলে।

এশিয়া কাপের বাকি পাঁচ দিন, আচমকা ক্রিকেটকে ‘গুডবাই’ অভিজ্ঞ লেগস্পিনারের

মেসির বিদায় মানে শুধু একজন ফুটবলারের অবসান নয়, এটা এক ফুটবল দর্শনের, এক যুগের পরিসমাপ্তি। তাঁর জায়গা কে নেবে? জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্টিনেজদের নিয়ে আর্জেন্টিনার ভবিষ্যৎ উজ্জ্বল হলেও মেসির মতো কারও ছায়া এত সহজে মেলে না। স্কালোনি নিজেও সেটা মানছেন। তবে কোচের কণ্ঠে ছিল বিশ্বাস, “যতদিন লিও চাইবে, ততদিন ও দলের সঙ্গে থাকবে। ও এখনো তরুণদের প্রেরণা, ওর উপস্থিতি মানেই আলাদা কিছু।”

Argentina Coach Lionel Scaloni hints Lionel Messi will play last home match against Venezuela