এই কারণে মোহনবাগানের জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন Apuia

মুম্বই সিটি এফসি তারকা লালেংমাউইয়া রালতে (Apuia) মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan SG) যোগ দিয়েছেন। এই দল বদল নিঃসন্দেহে ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫ মরসুমের অন্যতম…

Apuia Mohun Bagan

মুম্বই সিটি এফসি তারকা লালেংমাউইয়া রালতে (Apuia) মোহনবাগান সুপার জায়ান্টে (Mohun Bagan SG) যোগ দিয়েছেন। এই দল বদল নিঃসন্দেহে ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫ মরসুমের অন্যতম বড় ট্রান্সফার। আপুইয়া ভারতীয় ফুটবলের অন্যতম উদীয়মান তারকা। মাত্র ২৩ বছর বয়সে আপুইয়া ইতিমধ্যে মুম্বই সিটি এফসির হয়ে বেশ কয়েকটি খেতাব জিতেছেন। গত মরসুমে তাদের আইএসএল কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ৮০ টিরও বেশি আইএসএল ম্যাচে অংশ নিয়েছিলেন এবং দু’টি মরসুম ধরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও অংশ নিয়েছেন।

   

Mohun Bagan: মোহনবাগানে যোগ দেওয়ার পর মুখ খুললেন আপুইয়া

মুম্বই সিটি বছরের পর বছর ধরে পজেশনাল ফুটবল খেলার ব্যাপারে জোর দিয়েছে। গত মরসুমে মোহনবাগানও বেশিরভাগ ম্যাচে ৫০ শতাংশের বেশি বল রেখেছিল নিজেদের দখলে। কোচ হোসে মোলিনার আগমনের ফলে সবুজ মেরুন ব্রিগেড পজিশন বজায় রাখার ব্যাপারে আরও বেশি করে মনোনিবেশ করতে পারে। সেক্ষেত্রে আপুইয়া বাগানের মাঝমাঠের কেন্দ্র বিন্দুতে থাকতে পারেন।

আপ ফ্রন্টের পাশাপাশি আপুইয়া মোহনবাগানের জন্য আরও একাধিক ভূমিকায় কার্যকর ভূমিকা নিতে পারবেন। ডিফেন্সিভ রোলেও কোচ চাইলে তাঁকে কাজে লাগাতে পারবেন। আপুইয়া ডিফেন্সিভ ভূমিকায় চলে গেলে সুবিধা হবে মোহনবাগানের রক্ষণভাগের ফুটবলারদের।

ইতিহাস! এই প্রথম আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল আফগানিস্তান

আপুইয়ার বহুমুখিতা কার্যকর হবে কারণ মোহনবাগান এই মরসুমে একাধিক টুর্নামেন্টে দল নামাতে চলেছে। মোলিনা যদি বক্স-টু-বক্স মিডফিল্ডার কিংবা আরও ক্রিয়েটিভ ভুমিকায় ব্যবহার করেন সে ক্ষেত্রে দলের বাকিদের পজিশন কী হবে সেদিকে নজর থাকবে।

মুম্বই সিটি এফসির কোচ থাকার সময় দেস বাকিংহাম প্রায়শই তাঁকে বক্স-টু-বক্স মিডফিল্ডার হিসাবে ব্যবহার করতেন। মুম্বইয়ের বর্তমান কোচ পিটার ক্র্যাটকি আপুইয়াকে একটু নিচের দিকে খেলাতে পছন্দ করতেন। আপুইয়া নিজেকে দুই ভূমিকাতেই মানিয়ে নিতে পেরেছিলেন।