আনোয়ার আলি। বর্তমানে ভারতীয় ফুটবলে অন্যতম চর্চিত একটি নাম। শেষ মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলেছিলেন এই তারকা ফুটবলার (Anwar Ali)। দুরন্ত পারফরম্যান্স করার পাশাপাশি দলকে ট্রফি জেতানোর ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ভারতীয় সেন্টার ব্যাকের। কিন্তু নয়া মরসুমে তিনি যোগদান করেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলে ফুটবল ক্লাবে। তারপর থেকেই এই ফুটবলারকে ফিরিয়ে আনার লড়াইয়ে নামে সবুজ-মেরুন ব্রিগেড। তারপর সময় এগোনোর সাথে সাথেই জটিল হয়ে ওঠে পরিস্থিতি। শেষ পর্যন্ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির আওতায় চলে যায় বিষয়টি।
আগে একবার তাঁদের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হলেও সেই নিয়ে খুব একটা খুশি থাকেনি লাল-হলুদ ব্রিগেড। পরবর্তীতে সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। যেখানে খতিয়ে দেখা হয় গোটা বিষয়টি। তারপর পিএসসির তরফে পূর্বে জারি করা সমস্ত সিদ্ধান্ত বাতিল করে গোটা বিষয়টি শুরু থেকে খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালত। সেই অনুযায়ী পরবর্তীতে নতুন করে নো অবজেকশন সার্টিফিকেট পেয়েছিলেন আনোয়ার। যারফলে সাময়িকভাবে ইস্টবেঙ্গল দলের জার্সিতে খেলতে খুব একটা সমস্যা ছিল না এই সেন্টার ব্যাকের।
তবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির পরবর্তী শুনানির দিকে নজর ছিল সকলের। এক্ষেত্রে সেপ্টেম্বরের শেষের দিকে ধার্য করা হয়েছিল দিনক্ষণ। কিন্তু সেক্ষেত্রে আনোয়ার আলির আইনজীবীর শারীরিক অসুস্থতায় অক্টোবরে চলে আসে পরবর্তী শুনানি। কিন্তু তাতেও খুব একটা সুবিধা হয়নি। বরং সময় এগোনোর সাথে সাথেই পিছিয়ে যেতে থাকে দিনক্ষণ। সেটাই হল আবার। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুনানির দিনক্ষণ থাকলেও ফের পিছিয়ে দেওয়া হল সেই দিনক্ষণ। সেই অনুযায়ী আগামী ১০ই নভেম্বর শুনানির নয়া দিনক্ষণ ধার্য করা হয়েছে।
যা কিছুটা হলেও স্বস্তি দেবে লাল-হলুদ ব্রিগেডকে। শুনানি পিছিয়ে যাওয়ার ফলে এখনও ম্যাচ খেলতে পারবেন আনোয়ার। উল্লেখ্য, আগামী ২৬ তারিখ থেকেই শুরু হচ্ছে এএফসির চ্যালেঞ্জ লিগ। যেখানে ভারতীয় দল হিসেবে অংশগ্রহণ করতে চলেছে অস্কার ব্রুজনের ইস্টবেঙ্গল। এই ম্যাচ খেলতে সমস্যা হবে না জাতীয় দলের এই ভরসাযোগ্য ডিফেন্ডারের। এছাড়াও আগামী ৯ই নভেম্বর ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ খেলতে পারবেন তিনি। যেখানে ইস্টবেঙ্গলকে লড়াই করতে হবে পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে।