আনোয়ার আলিকে নিয়ে জল্পনার (Anwar Ali Transfer News) শেষ নেই। আগামী মরসুমে তিনি কোন ক্লাবের হয়ে খেলবেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে। গত রাত পর্যন্ত মনে করা হচ্ছিল আনোয়ার আলি মোহনবাগান সুপার জায়ান্টেই (Mohun Bagan) থাকবেন। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন, মোহনবাগান সুপার জায়ান্ট নয়, আনোয়ার আলি যোগ দিতে চলেছেন ইস্টবেঙ্গলে (East Bengal)। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, দীর্ঘ মেয়াদী চুক্তিতে মোহন তরী ছেড়ে লাল হলুদ শিবিরে যোগ দিতে পারেন তিনি।
Netherlands vs England: ইয়ামালের পর এবার সিমন্স, আরও এক দুর্ধর্ষ গোল
আনোয়ার আলি ও মোহনবাগান সুপার জায়ান্ট সম্পর্কিত জল্পনা উস্কে দিয়েছিলেন রঞ্জিত বাজাজ। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছিলেন, ‘FIFA RSTP নতুন নিয়মের কারণে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে আনোয়ার আলির লোন ডিল বাতিল করা হয়েছিল। নতুন নিয়ম এক বছরের বেশি লোন ডিলকে মান্যতা দেয় না। আনোয়ার পুনরায় দিল্লি এফসি-তে ফিরে আসবেন এবং স্থায়ী ট্রান্সফারে আইএসএলে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। দৌড়ের মধ্যে রয়েছে সবচেয়ে বড় দুই ক্লাব। আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ।’
এই চব্বিশ ঘন্টার মধ্যে একটি ভিডিও পোস্ট করা হয় মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে। ভিডিওটি করা হয় আনোয়ার আলিকে নিয়ে। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘আনোয়ারের কাছ থেকে কে কে ডুরান্ড কাপ ম্যাজিক দেখতে চাইছেন?’ এই ক্যাপশনের পরেই রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে আনোয়ার আলির খেলার কিছু মুহূর্ত।
ANWAR ALI UPDATE
With almost the biggest transfer fee and biggest contract in Indian Transfer history Anwar Ali has agreed terms with East Bengal FC !!
Some Legal formalities need to be finished for the finalisation of the deal!!#anwarali #herewego #donedeal #transfer pic.twitter.com/DeersHnXOb— 90rfootball (@90rfootball) July 11, 2024
Yamal With Messi: ভাইরাল হওয়া এই ছবি তো দেখেছেন, পিছনের গল্পটা কি জানেন?
এরপর সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা, আনোয়ার ঝুঁকেছেন ইস্টবেঙ্গলের দিকে। যদিও আনোয়ার নিজে এখনও প্রকাশ্যে কিছু বলেননি। কিংবা কোনও ক্লাবের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। যার ফলে জল্পনা জারি রয়েছে ধারাবাহিকভাবে।