আনোয়ার আলিকে নিয়ে জল্পনা (Anwar Ali Transfer News) উস্কে দিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হল আরও একটি ভিডিও। ভিডিওটি পোস্ট করা হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের অফিসিয়াল প্রোফাইল থেকে।
Anwar Ali: মোহনবাগানের সঙ্গে আনোয়ারের সম্পর্ক সম্ভবত এখনও ছিন্ন হয়নি
আনোয়ার আলি শেষ পর্যন্ত কোন দলে খেলবেন সে ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কেউ বলছেন ইস্টবেঙ্গল, কেউ বলছেন মোহনবাগানের হয়েই খেলবেন আনোয়ার আলি। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ জোর দিয়ে দাবি করেছেন, আনোয়ার আলি ইস্টবেঙ্গলে। সত্যি কি তাই?
Watch and l̶e̶a̶r̶n̶ burn
Catch all the #ISL action on @officialjiocinema
https://t.co/8B4Uziht37
#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/1U3eALnpyt
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 12, 2024
একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আরও একটা প্রশ্ন থাকছে, পর্দার পিছনে আসলে ঘটছেটা কী? শেষ পাওয়ার আপডেট অনুযায়ী, আনোয়ার আলির দল বদল করার পথ খুব একটা সুগম নয়। আইনি জটিলতা থাকতে পারে। ফুটবলার নিজে কী চাইছেন সেটাও বড় প্রশ্ন। সেই সঙ্গে মোহনবাগান তাঁকে ছাড়তে রাজি হয় কি না সে ব্যাপারেও প্রশ্ন রয়েছে।
Joni Kauko: মোহনবাগানকে এখনও ফলো করছেন কাউকো
Who wants to see more Durand Cup magic from Anwar?
#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/FqiwuFTtho
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 10, 2024
আনোয়ার আলি জল্পনার মাঝে মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে দু’টি ভিডিও পোস্ট করা হয়েছে। একটি ভিডিও পোস্ট করা হয়েছিল ১০ জুলাই। তখন সব সবে জল্পনা শুরু হয়েছিল। ওই দিনের পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘ডুরান্ড কাপে কে কে আনোয়ার ম্যাজিক দেখতে চাইছেন?’ আজও আনোয়ারকে নিয়েই ভিডিও পোস্টের করা হয়েছে। ইন্ডিয়ান সুপার লিগে আনোয়ারের কিছু ডিফেন্সিভ ওয়ার্ক তুলে ধরা হয়েছে সামাজিক মাধ্যমে। তাহলে কি আনোয়ার সবুজ মেরুন শিবিরেই থাকবেন? সম্ভাবনা কিছু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।