গত বেশ কয়েকটি মরসুম ধরেই আনোয়ার আলিকে (Anwar Ali) কেন্দ্র করে সরগরম ভারতীয় ফুটবল। আগের সিজনে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলেছিলেন এই তারকা ফুটবলার। দুরন্ত পারফরম্যান্স করার পাশাপাশি দলকে ট্রফি জেতানোর ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ভারতীয় ডিফেন্ডারের। কিন্তু নয়া মরসুমে বদলে যায় গোটা পরিস্থিতি। তিনি যোগদান করেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলে। এই ট্রান্সফার নিঃসন্দেহে চমকে দিয়েছিল দেশের সকল ফুটবলপ্রেমীদের। তবে সহজে হাল ছাড়তে রাজি হয়নি পড়শী ক্লাব। সময় এগোনোর সাথে সাথেই এই ফুটবলারকে ফিরিয়ে আনার লড়াইয়ে নামে সবুজ-মেরুন ব্রিগেড।
তারপর সময় এগোনোর সাথে সাথেই জটিল হয়ে ওঠে পরিস্থিতি। শেষ পর্যন্ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির আওতায় চলে যায় বিষয়টি। আগে একবার তাঁদের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হলেও সেই নিয়ে খুব একটা খুশি থাকেনি লাল-হলুদ ব্রিগেড। পরবর্তীতে সেটিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। যেখানে খতিয়ে দেখা হয় গোটা বিষয়টি। তারপর পিএসসির তরফে পূর্বে জারি করা সমস্ত সিদ্ধান্ত বাতিল করে গোটা বিষয়টি শুরু থেকে খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালত। সেই অনুযায়ী পরবর্তীতে নতুন করে নো অবজেকশন সার্টিফিকেট পেয়েছিলেন আনোয়ার।
বলতে গেলে বর্তমানে সময় যত এগোচ্ছে ততই জটিল থেকে জটিলতর হয়ে উঠছে গোটা পরিস্থিতি। যার সমাধান সূত্র খুঁজতে গিয়ে কালঘাম ছুঁটে যাওয়ার মত পরিস্থিতি সকলের। নির্ধারিত সূচি অনুযায়ী গত ১০ই ডিসেম্বর তথা মঙ্গলবার আনোয়ার আলির শুনানির দিনক্ষণ স্থির করেছিল দিল্লি হাইকোর্ট। সেখান থেকে ফের ধার্য করা হয় শুনানির পরবর্তী দিন। সেই অনুযায়ী আগামী ১৯শে ডিসেম্বর ফের ধার্য করা হয় পিএসসির দিনক্ষণ। এক্ষেত্রে যথেষ্ট সক্রিয় হয়ে উঠতে দেখা যায় মোহনবাগান সুপার জায়ান্টকে। এক্ষেত্রে দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সঠিক তথ্য প্রকাশে আনার কথা জানানো হয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে।
তবে খুব একটা নিষ্ক্রিয় থাকতে দেখা যায়নি পড়শী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল এবং শক্তিশালী দিল্লি এফসিকে। সেই অনুযায়ী এবার আপিল কমিটির কাছে গোটা বিষয়টি ফের উল্লেখ করা হয়। সেই সুবাদে আগামী বেশকিছুদিনের মধ্যে ফের শুরু হবে এই মামলার শুনানি। যেদিকে তাকিয়ে সকলেই।
The ongoing saga around Anwar Ali transfer dispute heats up as the Delhi High Court schedules the next hearing on December 19.