ব্যান আনোয়ার, বিপাকে ইস্টবেঙ্গল, মোহনবাগান পেতে পারে ১২. ৯ কোটি টাকা

শাস্তি পেলেন আনোয়ার আলি (Anwar Ali Banned) ৪ মাসের জন্য ব্যান করা হল তাঁকে। আনোয়ারের সঙ্গে শাস্তি পেল ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি। ক্ষতিপূরণ বাবদ ১২.…

Anwar Ali Banned for 4 Months: East Bengal, Delhi FC Also Penalized

শাস্তি পেলেন আনোয়ার আলি (Anwar Ali Banned) ৪ মাসের জন্য ব্যান করা হল তাঁকে। আনোয়ারের সঙ্গে শাস্তি পেল ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি। ক্ষতিপূরণ বাবদ ১২. ৯ কোটি টাকা পেতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। আনোয়ার আলি ইস্যুতে বড় সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা এআইএফএফ। মঙ্গলবার সকালে প্রকাশ্যে এসেছে ফেডারশনের এই সিদ্ধান্ত। মোহনবাগানের সঙ্গে লোন ডিল ভাঙার অভিযোগে শাস্তির কবলে ফুটবলার সহ অন্য দুই ক্লাব।

   

দিল্লি এফসি থেকে দীর্ঘ মেয়াদের লোন ডিলে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিয়েছিলেন আনোয়ার আলি। আনোয়ার গত মরশুমে খেলেছিলেন সবুজ মেরুন জার্সি পরে। মরশুম শেষ হওয়ার পরে সমস্যার সূত্রপাত। খবর পাওয়া যায় মোহনবাগান সুপার জায়ান্টের চুক্তি থেকে বেরিয়ে আসতে চাইছেন তরুণ এই ফুটবলার। এ ব্যাপারে বাগান ম্যানেজমেন্টের সঙ্গে কথাও বলেছিলেন বলে খবর। মোহনবাগান আনোয়ারকে ছাড়তে রাজি ছিল না। ক্লাব ও ফুটবলরের মধ্যে সম্পর্কে ছিন্ন হওয়ার আগেই আনোয়ারকে নিজেদের দলের সঙ্গে যুক্ত করে ইস্টবেঙ্গল এফসি। সমস্যা আরও বৃদ্ধি পায়।

ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হন আনোয়ার আলি। কলকাতায় এসে যোগ দেন লাল হলুদ শিবিরে। তখনও ঠিক ছিল না আনোয়ার নতুন মরশুমে খেলবেন কোন দলের হয়ে। ঝুলে ছিল শুনানি। নিয়ম অনুযায়ী, উপযুক্ত কারণ ছাড়া কোনও ফুটবলার চুক্তি ভাঙলে ক্ষতিপূরণ দাবি করতে পারে ক্লাব। মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে করা হয়েছিল সেই আবেদন। হয় আনোয়ার, নয়তো ক্ষতিপূরণ। মোহনবাগানের দাবি ছিল স্পষ্ট। মঙ্গলবার যে রায় প্রকাশ্যে এসেছে তাতে এগিয়ে সবুজ মেরুন শিবির। ব্যাকফুটে আনোয়ার আলি, রঞ্জিত বাজাজের দিল্লি এফসি ও ইস্টবেঙ্গল এফসি।

এখনই জল্পনার অবসান?
১ সেপ্টেম্বর রঞ্জিত বাজাজ এ ব্যাপারে একটি টুইট করেছিলেন। আনোয়ার আলির কেরিয়ারের পিছনে রঞ্জিতের অবদান অনেকটাই। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, প্লেয়ার স্টেটাস কমিটি যে সিদ্ধান্তই নিক না কেন, আবেদন করার সুযোগ থাকবে। এই মামলার সঙ্গে যুক্ত প্রত্যেক পক্ষ আবেদন করার সুযোগ পাবে। কারণ প্লেয়ার স্টেটাস কমিটি ‘প্রিলিমিনারি বডি’।

রঞ্জিত বাজাজের এই মন্তব্যের কারণ?
লোন ডিল সম্পর্কে ফিফা ও সর্বভারতীয় ফুটবল ফেডারশনের নিয়ম কী রয়েছে সে ব্যাপারে জল্পনা রয়েছে। দীর্ঘ মেয়াদের লোন চুক্তি কি ভারতীয় ফুটবলে বৈধ? এই প্রশ্নের উত্তরে অনেকাংশে লুকিয়ে রয়েছে আনোয়ার আলির পেশাদার ফুটবল কেরিয়ারের ভবিষ্যৎ।