East Bengal : লাল-হলুদে কি আসছেন আনোয়ার আলি? জেনে নিন

East Bengal ISL

ইমামি ইস্টবেঙ্গলে (East Bengal) কে আসবেন আর কে যাবেন, এ যেন এক জটিল ধাঁধা। জল্পনার জালে সত্যি, মিথ্যা বোঝা দায়। এই যেমন আনোয়ার আলি। তাঁকে নিয়ে বিস্তর আলোচনা ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। 

তরুণ ভারতীয় সেন্টার ব্যাক আনোয়ার আলি কি ইমামি ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন? আপাতত তিনি কোনো ক্লাবে নিশ্চিত হননি বলেই খবর। তবে যা আপডেট রয়েছে, তাতে তাঁর লাল হলুদ জার্সি পরে মাঠে নামার সম্ভাবনাও খুব বেশি নেই বলে ফুটবল মহলের একাংশ ধরে নিচ্ছেন। সেক্ষেত্রে আনোয়ার আলিকে নিয়ে যে জল্পনা চলছে, সেটা জল্পনার স্তরেই শেষ পর্যন্ত থেকে যেতে পারে।

   

আনোয়ার আলি অত্যন্ত প্রতিশ্রুতিব্ধ একজন তরুণ খেলোয়াড়। মাত্র একুশ বছর বয়সে নজর কেড়েছেন এই পাঞ্জাব তনয়। বয়স ভিত্তিক জাতীয় দলের হয়ে খেলে এসেছিলেন চর্চার কেন্দ্র বিন্দুতে। ইতিমধ্যে ভারতের সিনিয়র দলেও খেলেছেন কিছু ম্যাচ। করেছেন গোল। এরপর ক্লাব পেশাদার ফুটবল পর্যায়ে খেলছেন চুটিয়ে। 

গত ইন্ডিয়ান সুপার লিগে বেশ কিছু ম্যাচে নেমেছিলেন। ফুটবল ক্লাব গোয়ার হয়ে মোটের ওপর ভালো ফুটবল উপহার দিয়েছিলেন। দিল্লির দল থেকে লোনে এসেছিলেন ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবে। আগামী দিনে তিনি কোন দলের হয়ে মাঠে নামবেন, সে দিকে তাকিয়ে ফুটবল প্রেমীরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন