Jhulan biopic: ঝুলনের বায়োপিকে অনুস্কার বোলিং অ্যাকশন ভাইরাল

Anuskar bowling action viral in Jhulan's biopic

বলিউড অভিনেত্রী অনুস্কা শর্মা ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবন ও ক্রিকেট কেরিয়ার নিয়ে একটি বায়োপিকের জন্য তার প্রস্তুতি শুরু করেছে। ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ টাইটেল চলতি বছরেই সিনে প্রেমিরা দেখতে পাবে। এই বায়োপিকে প্রধান অভিনেত্রী অনুস্কা শর্মা ইনস্ট্রাগ্রাম ভক্তদের তার প্রস্তুতির এক ঝলক পোস্ট করেছে।

শর্মা, ইনস্ট্রাগ্রাম পোস্টে ক্রিকেট বলের পাশাপাশি তার বোলিং অ্যাকশনে নিজের গ্রিপ নিখুঁত ভাবে ধরেছে তাও ওই পোস্টে ধরা পড়েছে। পোস্টটিতে ঝুলন গোস্বামী নিজেই মন্তব্য করার সাথে অনেক মনোযোগ আকর্ষণ করেছে। গোস্বামী অভিনেত্রীর পোস্টে “খুব সুন্দর 👍 👏🙌” মন্তব্য করেছে।

   

বায়োপিকটিতে ভারতের হয়ে খেলা সিনিয়র ভারতীয় মহিলা বোলার ঝুলন গোস্বামীর আন্তজার্তিক ক্রিকেট সার্কিটে উঠে আসার মুহুর্তকে কভার করবে। এই বায়োপিকে কিভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ঝুলন গোস্বামী আন্তজার্তিক ক্রিকেট মঞ্চে ভারতের হয়ে নিজেকে সেরা পারফর্মার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এর ওপর ফোকাস থাকবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন