Monday, December 8, 2025
HomeEntertainmentAnushka Sharma emotional: বিরাটের প্রশংসায় আবেগঘন পোস্ট অনুষ্কার

Anushka Sharma emotional: বিরাটের প্রশংসায় আবেগঘন পোস্ট অনুষ্কার

- Advertisement -

দীপাবলিতে ” বিরাট “উৎসব৷ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ৪ উইকেটে পাকিস্তান কে হারিয়ে আবারও নজির গড়ল টিম ইন্ডিয়া। ইতিহাস বলছে এর আগে যতবারই ইন্ডিয়া পাকিস্তান মুখোমুখি হয়েছে ততবারই ম্যাচের শুরু থেকেই পারদ চড়া থাকে ম্যাচ ঘিরে, যার অন্যথা এইবারেও হয়নি।

টি টয়েন্টি বিশ্বকাপ ২০২২এ এই প্রথম পাকিস্তানের মুখোমুখি হল ভারত। সেই ম্যাচেই শেষ পর্যন্ত মাঠে টিকে থেকে ম্যান অফ দ্যা ম্যাচ হন বিরাট। বিরাট কোহলি এবং হার্দিক পান্ডেয়ার অনবদ্য বোঝাপড়ায় তৈরি হয় ১১৩ রানের পার্টনারশিপ। দীপাবলির আগে ভারতীয়দের মনে যা আশার আলো জাগিয়ে তোলে।

   

 Virat Kohli

এরপর দুর্দান্ত রোমহর্ষক ম্যাচের স্বাক্ষী তো ছিলই গোটা দেশ। যথারীতি ম্যাচ জিততেই উল্লাস শুরু হয় দেশ জুড়ে। সোশ্যাল মিডিয়ায় আরো একবার বিরাটের জয় জয়কার। প্রশংসা করেন স্ত্রী অনুষ্কা। সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করে লেখেন, তুমি অপুর্ব, তুমি সুন্দর। আজ তুমি দীপাবলি উপলক্ষে দেশবাসীর মনে আনন্দ নিয়ে এসেছো।মেয়ে এখনও অনেক ছোট, তবে একদিন বড় হয়ে নিশ্চয়ই বুঝবে যে বহু কঠিন সময়ের পর ওর বাবা নিজের জীবনের বেস্ট ইনিংস টা আজ খেলেছে ” ।

অন্যদিকে বহুদিন বাদে বিরাটের এই দুর্দান্ত পারফরম্যান্স দেখে খুশি গোটা দেশবাসী , তাদের কাছে দীপাবলির এটাই সবথেকে বড় উপহার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular