জয়ের ধারা অব্যাহত বাংলার। দিনকয়েক আগেই এই সন্তোষ ট্রফির (Santosh Trophy) প্রথম ম্যাচে নেমেছিল বাংলা দল। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল নাগাল্যান্ড। সম্পূর্ণ সময়ের শেষে বিরাট বড় ব্যবধানে এসেছিল জয়। সেই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য ছিল সকলের। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। নির্ধারিত সূচি অনুযায়ী আজ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল গতবারের সন্তোষ জয়ীরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল উত্তরাখণ্ড দল। সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে বাংলার ফুটবল দল।
এদিন জয়সূচক গোলটি করেন নরহরি শ্রেষ্ঠা। বলতে গেলে এদিন ম্যাচের নায়ক এই অভিজ্ঞ ফুটবলার। প্রথমত গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে গোল তুলে নিতে খুব একটা অসুবিধা হয়নি। যারফলে, শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানেই আসে জয়। এই জয়ের সুবাদে আপাতত গ্ৰুপ টেবিলের শীর্ষস্থানে থাকল বাংলা দল। দুই ম্যাচে দুইটি জিতে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে বাংলা দল। তাঁদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে রাজস্থান। তাঁদের ও দুই ম্যাচ খেলে ছয় পয়েন্ট। তবে গোল পার্থক্যে এগিয়ে বাংলা ফুটবল দল। তারপর তৃতীয় স্থানে তামিলনাড়ু। দুই ম্যাচ খেলে তিন পয়েন্ট তাঁদের দখলে।
হাতে একদিন। তারপর ফের ম্যাচ। আগামী ২৫শে জানুয়ারি তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী রাজস্থানের বিপক্ষে। একদিকে যেমন শীর্ষস্থান ধরে রাখার লড়াই অন্য দিকে প্রতিপক্ষ দলকে টেক্কা দিয়ে উঠে আসার চ্যালেঞ্জ। বলতে গেলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে ফুটবলপ্রেমীরা।
