এবারের ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগে ইস্টবেঙ্গল (East Bengal) কোচ স্টিফেন কনস্টানটাইন বলেছিলেন কোনও রকম মিরাকল কিছু না ঘটলে ইস্টবেঙ্গলের পক্ষে এবারের আইএসএলের প্রথম ছয়ে শেষ করার সম্ভাবনা নেই বললেই চলে।
হয়তো সেই সময় থেকেই এই পোড় খাওয়া কোচের কাছে স্পষ্ট ছিলো একটি বিষয়, যে তিনি কোনও ভাবেই প্রথম ছয়ে নিয়ে যেতে পারবেন না এই দলকে।এক্ষেত্রে এখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠবে,তাহলে কেনো তিনি এই দলের দায়িত্ব নিলেন, অথবা নেওয়ার পর এই খারাপ পারফরম্যান্স জারি থাকার পরেও কেনো স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ছেন না ?কেনো ক্লাবের কর্তারাও এবিষয় সম্পূর্ণ নিরব,সেটা নিয়েও প্রশ্ন উঠবে এবার।
সেই মান্ধাতার আমলে লং বলে খেলার স্ট্রাটেজি,যে সকল ফুটবলারদের খেলানোর প্রয়োজন নেই। তাদেরকে খেলিয়ে যাওয়া, এমন নানান সব বিষয়ের জন্যে ইতিমধ্যে সমর্থকদের চোখের বিষ হয়ে উঠেছেন লাল হলুদ কোচ স্টিফেন কনস্টানটাইন।সকল লাল হলুদ সমর্থকরা,এখন বিদায় চাইছেন তার।
এরমধ্যে ইস্টবেঙ্গলের কোচ করার জোড়ালো দাবী তৈরী হয়েছে আন্তোনিও হাবাস কে কেন্দ্র করে।এটিকে মোহনবাগানের প্রাক্তন এই কোচ বর্তমানে ফ্রি এজেন্ট।তার আগ্রাসী মনোভাব দারুণ ভাবে ঘুরিয়ে দাড় করাতে পারে ইস্টবেঙ্গল কে।তাই বর্তমানে ঝিমিয়ে পড়া ইস্টবেঙ্গল কে চাঙ্গা করে তুলতে হাবাসের মতো কোচ এলে মন্দ হবেনা।আখেড়ে বড্ডো লাভবান হবে লাল হলুদ ব্রিগেড।