Mohun Bagan: অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দলের সঙ্গে যোগ দিলেন হাবাস

Advertisements এবারের সুপার কাপের শুরু থেকেই অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্রথম ম্যাচেই তারা পরাজিত করে আইলিগের অন্যতম শক্তিশালী দল শ্রীনিধি ডেকানকে। তারপর…

Antonio Lopez Habas

Advertisements

এবারের সুপার কাপের শুরু থেকেই অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্রথম ম্যাচেই তারা পরাজিত করে আইলিগের অন্যতম শক্তিশালী দল শ্রীনিধি ডেকানকে। তারপর দ্বিতীয় ম্যাচে তারা পরাজিত করে আইএসএলের অন্যতম প্রভাবশালী দল হায়দরাবাদ এফসিকে‌। বর্তমানে দুই ম্যাচে ছয় পয়েন্ট রয়েছে মেরিনার্সদের।

Advertisements

তবে গোল পার্থক্যের নিরিখে গ্ৰুপ পর্বের দ্বিতীয় স্থানে রয়েছে দল। প্রথম স্থানে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। এবার সকলের নজর তৃতীয় ম্যাচের দিকে। যেখানে মুখোমুখি হবে কলকাতা ময়দানের দুই প্রধান তথা লাল-হলুদ ও সবুজ-মেরুন। এই ম্যাচ জিতলেই সুপার কাপের সেমিফাইনালে চলে যাবে গতবারের আইএসএল জয়ীরা।

অন্যদিকে, এই ম্যাচ ড্র করলেই পরের রাউন্ডে চলে যাবে ইমামি ইস্টবেঙ্গল। সেই মতো শক্তিশালী মোহনবাগানের বিপক্ষে কোনরকমে এই ম্যাচ ড্র করতে চাইবে দল। তবে লড়াইটা যে খুব একটা সহজ হবে না তা ভাল মতই আন্দাজ করতে পারছে সকলে।  উল্লেখ্য, এবারেরই সুপার কাপের শুরু থেকেই মোহনবাগান দলকে সামলেছেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা।

তার তত্ত্বাবধানে গত দুই ম্যাচে জয় এসেছে মেরিনার্সদের‌। তবে শোনা যাচ্ছিল ডার্বি ম্যাচের আগেই নাকি দলের সঙ্গে যোগ দেবেন মোহনবাগানে বর্তমান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। সেইমত গতকালই শহরে পা রেখেছিলেন বাগানের স্প্যানিশ বস। অবশেষে আজ ঘন্টা করেক আগেই ভুবনেশ্বরে পৌঁছে গিয়েছেন তিনি। তাকে দলের সঙ্গে পেয়ে যথেষ্ট খুশি মোহনবাগান ম্যানেজমেন্ট।

খেলোয়ার থেকে শুরু করে সাপোর্টিং স্টাফ খুশির মেজাজে দেখা গেল সকলকেই। একটা সময় স্প্যানিশ হাইপ্রোফলের হাত ধরেই সাফল্যের শিখরে পৌঁছেছিল দল। তাই সমস্ত ইতিহাস মাথায় রেখেই এবারের সুপার কাপের প্রেস্টিজ ফাইটে নামছে বাগান-ব্রিগেড।