নেই মামার চেয়ে কানা মামা ভালো। বাংলা জানলে অ্যান্টোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) হয়তো এই কথাটাই বলতেন। ওড়িশা এফসির বিরুদ্ধে এক পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan vs Odisha)। ম্যাচের পর হাবাস বললেন, ‘হারার চেয়ে ড্র করা ভাল।’
গোল করার পর যথেষ্ট মোহন বাগান সুপার জায়ান্ট পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। বিরতির পর, বিশেষত ম্যাচের শেষের দিকে বল থাকছিল না বাগান ফুটবলারদের পায়ে। সব মিলিয়ে অ্যাওয়ে ম্যাচ থেকে নিদেন পক্ষে এক পয়েন্ট পেয়ে অখুশি নন লোপেজ হাবাস।
ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, “সব ম্যাচ একই রকম হয় না। আমরা এক নম্বর দলের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম আজ। আমরা অনেক গোলের সুযোগ তৈরি করেছি। ওডিশাও একাধিক গোলের সুযোগ পেয়েছে। ক্লিন শিটও রাখতে পেরেছি আমরা। আমার মনে হয়, এই ফল ঠিকই আছে।”
The spoils are shared in Kalinga.
Watch ISL 2023-24 LIVE on Sports 18, VH1 & JioCinema!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 pic.twitter.com/EBsotyN2cr
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) February 24, 2024
“আজ আমাদের পারফরম্যান্স ভালই হয়েছে। তবে আরও উন্নতি করতে হবে। প্রথমার্ধের শেষ ২০-২৫ মিনিটে বল বেশি নিয়ন্ত্রণে রাখতে পারিনি আমরা। আমাদের ওই সময় বলের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল,” এরপরেই ইন্ডিয়ান সুপার লীগে দলের আগামী ম্যাচ নিয়ে মন্তব্য করেছেন বাগান কোচ।
“আপাতত আমাদের কাজ দলের খেলোয়াড়দের পরের ম্যাচ খেলার জন্য ফের শারীরিক ভাবে প্রস্তুত করে তোলা। জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচে আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে তিন পয়েন্ট অর্জন করা। জামশেদপুরও নিশ্চয়ই সেই একই লক্ষ্য নিয়ে নামবে।