Mohun Bagan SG: ফের বড় চমক দিতে পারেন সঞ্জীব গোয়েঙ্কা

চলতি মরসুমের শুরুতেই বড় চমক দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। এবার আরও একবার বড় কিছুর ভাবনায় রয়েছে ম্যানেজমেন্ট। আশা করা হচ্ছে আসন্ন ট্রান্সফার…

Sanjiv Goenka

চলতি মরসুমের শুরুতেই বড় চমক দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। এবার আরও একবার বড় কিছুর ভাবনায় রয়েছে ম্যানেজমেন্ট। আশা করা হচ্ছে আসন্ন ট্রান্সফার উইন্ডোতেও তাক লাগিয়ে দেওয়ার মতো কিছু করে দেখাতে পারে ক্লাব।

ইন্ডিয়ান সুপার লিগে বেশি বাজেটের দল গড়ার জন্য পরিচিত মোহনবাগান সুপার জায়ান্ট। এটিকে থাকার সময়েও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একাধিক বিদেশি ফুটবলার সই করিয়ে চমক দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কারা। এখনও অব্যাহত রয়েছে সেই ধারা। আগে বেশি বয়সের মার্কি ফুটবলারকে দলে নেওয়ার প্রবণতা দেখা যেত ভারতীয় ফুটবল ক্লাবগুলোতে। এর ফলে দলের কতটা কি লাভ হয়েছে বলা মুশকিল।

ভালো মানের বিদেশি ফুটবলারের বয়স কম হলে যে কোনও ক্লাবের পক্ষেই সেটা হবে ইতিবাচক। সদ্য লিগ শিল্ড জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। যার ফলে এশিয়ান টুর্নামেন্টে ফের অংশ নেওয়ার সুযোগ পেয়েছে ক্লাব। গতবারও সুযোগ পেয়েছিল, কাজে লাগাতে পারেনি। জেসন কামিন্স, আর্মান্দো সাদিকুদের সই করানো হয়েছিল অনেক আশা নিয়ে। এএফসি টুর্নামেন্টে তাঁরা প্রত্যাশা পূরণ করতে পারেননি। গ্রুপ পর্ব থেকে নিতে হয়েছিল বিদায়। আন্তর্জাতিক স্তরে নিজেদের মান বজায় রাখতে মরিয়া মোহনবাগান সুপার জায়ান্ট।

Advertisements

আসন্ন ট্রান্সফার উইন্ডোতেও ক্লাবের পক্ষ থেকে চমক দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে শুধু প্রোফাইল দেখেই নয়, আসন্ন দিনে আরও একটু দেখে নিয়ে তবেই নতুন ফুটবলার নিশ্চিত করার কথা ভাবতে পারে সবুজ মেরুন শিবির।