Mohun Bagan: মুম্বই ম্যাচে ফিরতে পারেন বাগানের এই দাপুটে ফুটবলার

দিনকয়েক আগেই সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে কান্তিরাভার বুকে বড় ব্যবধানে পরাজিত করেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস।‌ যারফলে, এবারের এই ফুটবল টুর্নামেন্টের লিগশিল্ড জয়ের অনেকটাই কাছে…

sahal abdul samad mohun bagan

দিনকয়েক আগেই সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে কান্তিরাভার বুকে বড় ব্যবধানে পরাজিত করেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস।‌ যারফলে, এবারের এই ফুটবল টুর্নামেন্টের লিগশিল্ড জয়ের অনেকটাই কাছে চলে এসেছে এই ফুটবল ক্লাব। সামনে এবার শক্তিশালী মুম্বাই সিটি এফসি। এই ম্যাচ জিততে পারলেই শিল্ড নিশ্চিত হয়ে যাবে মোহনবাগানের।

তবে আজ, সোমবার বিকেলে এই ম্যাচ খেলতে‌ নেমে কিছুটা হলেও অ্যাডভান্টেজ থাকবে সবুজ-মেরুন শিবিরের। আসলে শারিরীক অসুস্থতার জেরে গত কয়েক ম্যাচে দলের সঙ্গে থাকতে পারেননি কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। কিন্তু বর্তমানে সম্পূর্ণ সুস্থ তিনি। সেজন্য গত পড়শু থেকেই দলের অনুশীলনে ফিরে এসেছেন এই স্প্যানিশ বস।

সেজন্য এবার মুম্বাই ম্যাচে দলের ডাগ আউটে হাবাসেট থাকার সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। যা নিঃসন্দেহে, বাড়তি অক্সিজেন দিতে চলেছে দলের ফুটবলারদের। তবে শুধু এটাই নয়। জানা গিয়েছে, নিজেদের ঘরের মাঠে ম্যাচ থাকায় সমর্থকদের কথা মাথায় রেখে প্রায় ৬০ হাজার টিকিট ছাড়া হয়েছে সবুজ-মেরুনের তরফ থেকে।

Advertisements

অর্থাৎ স্টেডিয়াম ভর্তি নিজেদের সমর্থকদের সামনে রেখেই শিল্ড জয়ের লড়াইয়ে নামতে চলেছে বাগান ব্রিগেড। যা নিঃসন্দেহে চাপে ফেলে দিতে পারে। তবে এক্ষেত্রে দলের মাঝমাঠে বেশকিছু বদল আনতে পারেন বাগানের হেড স্যার। শোনা যাচ্ছে, আজকের এই ম্যাচে দলের একাদশে ফিরতে পারেন এক ভারতীয় তারকা।

তিনি সাহাল আব্দুল সামাদ। চলতি মরশুমে সবুজ-মেরুনের মাঝমাঠে অনিরুদ্ধ থাপার সঙ্গে যথেষ্ট সক্রিয় থেকেছেন এই ফুটবলার। বেশকিছু গোলও এসেছে তার পা থেকে। কিন্তু ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য জাতীয় শিবিরের ক্যাম্পে অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। যা নিঃসন্দেহে প্রভাব ফেলেছিল দলের অন্দরে। তবে আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন সামাদ। গত কয়েকদিন ধরে দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। সেজন্য, মুম্বাই ম্যাচে এই ভারতীয় ফুটবলারকে মাঝ মাঠের দায়িত্বে রেখেই একাদশ সাজানোর কথা ভাবতে পারে মোহনবাগান।