ইস্টবেঙ্গল (East Bengal) শিবির ছেড়ে অন্য ক্লাবে যোগ দিয়েছেন আরও এক তরুণ ফুটবলার । বৃহস্পতিবার বিকেলে এই খবর প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে সমর্থকদের কানেও পৌঁছেছে এই খবর।
জানা গিয়েছে, সৌরভ মন্ডল লাল হলুদ শিবির ছেড়েছেন। ইস্টবেঙ্গল যুব দল থেকে উঠে আসা সৌরভ মন্ডল কলকাতা ছাড়ার পথে বলে খবর। তিনি কেরালা ব্লাস্টার্স ক্লাবে যোগ দিতে পারেন বলে শোনা গিয়েছে।
আগামী মরশুমে ক্লাবের ভবিষ্যত্ কী সেটা এখনও স্পষ্ট নয়। সিনিয়র দল গঠনের কাজ আপাতত থমকে গিয়েছে। বিনিয়োগকারী কোম্পানি আসার পরেও জট কাটেনি। খুব তাড়াতাড়ি কাটবে এমনটা আশা করা হচ্ছে।
ক্লাবের ভবিষ্যত্ নিশ্চিত না হওয়ায় কর্তারা আদৌ ভালো দল গঠন করতে পারবেন কি না সে ব্যাপারে দেখা দিয়েছে প্রশ্ন চিহ্ন। ইতিমধ্যে ঘরের ছেলে বলে পরিচিত মহম্মদ রফিক দল ছেড়েছেন। উদীয়মান ফুটবলার হামতেও অন্য দলে। হীরা মন্ডল কী করবেন সেটাও জানা নেই। এই অবস্থায় আরও এক ফুটবলারের দল ছাড়ার খবরে সমর্থকরা হতাশ।