Mohammedan SC : মহামেডান ছেড়ে চলে যেতে পারেন আরও এক ফুটবলার

মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) থেকে আরও একজন ফুটবলার যোগ দিতে পারেন অন্য দলে। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) হায়দরাবাদ এফসির জলপাইগুড়ির লেফট ব্যাককে দলে নিতে চাইছে বলে খবর।

মনোজ মহম্মদ কলকাতা ময়দানের পরিচিত মুখ। জলপাইগুড়ির এই তরুণ ফুটবলারের উত্থান হয়েছিল ইস্টবেঙ্গলের হাত ধরে। পরে সই করেছিলেন সাদা কালো ব্রিগেডে।

   

এবারের আই লিগে ভালো খেলছে মহামেডান। আই লিগ খেতাব জয়ের অন্যতম দাবিদার। দলে রয়েছেন একাধিক উদীয়মান ফুটবলার। যাঁদের পার্ফরম্যান্স অনেকের নজর কেড়েছে। ভারতীয় ফুটবল সার্কিটে মনোজ আগেই নিজের জাত চিনিয়েছেন। তবে সেই অর্থে ধারাবাহিক প্রচারের আলো পাননি এখনও।

তেইশ বছর বয়সী মনোজ মহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম গুরুতবপূর্ণ ফুটবলার। খেলেন লেফট ব্যাক পজিশনে। তাঁকে হায়দরাবাদ এফসি দলে নিতে চাইছে বলে মনে করা হচ্ছে। মহামেডান থেকে আরও এক বঙ্গ তনয় ইন্ডিয়ান সুপার লিগের দলে যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছিল। আগামী মরশুমে ফৈজল আলিকে দেখা যেতে পারে বেঙ্গালুরু এফসির জার্সিতে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন