East Bengal Club : রফিকও ক্লাব ছাড়লেন

ফের ঘর ভাঙল ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club)। এবার দল ছাড়লেন মহম্মদ রফিক। তিনিও যাচ্ছেন চেন্নাইয়ান ফুটবল ক্লাবে। ইতিমধ্যে একাধিক বাঙালি ফুটবলারকে নিশ্চিত করেছে চেন্নাইয়ান।…

East-Bengal

short-samachar

ফের ঘর ভাঙল ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal Club)। এবার দল ছাড়লেন মহম্মদ রফিক। তিনিও যাচ্ছেন চেন্নাইয়ান ফুটবল ক্লাবে। ইতিমধ্যে একাধিক বাঙালি ফুটবলারকে নিশ্চিত করেছে চেন্নাইয়ান।

   

ইস্টবেঙ্গল সমর্থকদের অন্যতম পছন্দের ফুটবলার মহম্মদ রফিক। লাল হলুদ জার্সিতে খেলেছেন বহু ম্যাচ। ক্লাবের খারাপ সময়েও উজাড় করে দিয়েছিলেন নিজেকে। প্রয়োজন অনুযায়ী খেলেছেন একাধিক পজিশনে।

ক্লাব কেরিয়ারে দেড়শোর বেশি ম্যাচ খেলেছেন রফিক। আক্রমণভাগ থেকে মাঝমাঠ, মাঠ জুড়ে খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। চেন্নাইয়ান ফুটবল ক্লাব এমনই একজনকে খুঁজছিল যে বিভিন্ন পজিশনে খেলতে পারে। রফিক তেমনই একজন। সেই সঙ্গে অভিজ্ঞ।

রফিককে সই করাতে পেরে খুশি দক্ষিণ ভারতের এই ক্লাব। সই চূড়ান্ত করার খবর প্রকাশ্যে পর বলা হয়েছে, ‘ রফিককে চেন্নাইয়ানের নীল জার্সিতে দেখার জন্য মুখিয়ে রয়েছি। ২০১৪ সালে ওর গোলেই লিগ সেরার ট্রফি কলকাতায় গিয়েছিল।’