১৭ বছরেই ‘সিনিয়র’খেতাব! চিনে রাখুন ভারতের এই ‘আনমোল’ রতনকে

Anmol Kharb, India's Asian Team Championship Gold Medalist, Clinches First International Badminton Title

চলতি বছরটা খুব একটা ভালো যায়নি ভারতীয় ব্যাডমিন্টন ভক্তদের কাছে। প্যারিস অলিম্পিকে সাড়া জাগাতে ব্যর্থ হয়েছিলেন পিভি সিন্ধু -লক্ষ্য সেনরা। তবে সিনিয়ররা আশাহত করলেও, জুনিয়র ব্যাডমিন্টন তারকারা ভারতকে গৌরম্বাবিত করলেন। মাত্র ১৭ বছর বয়সে সিনিয়র পর্যায়ে নিজের প্রথম আন্তর্জাতিক খেতাব জিতে দেশের নাম উজ্জ্বল করলেন আনমোল খরব (Anmol Kharb)। গত শনিবার (১৪ই সেপ্টেম্বর) বেলজিয়ান আন্তর্জাতিক চ্যালেঞ্জ টুর্নামেন্টে জয়লাভ করলেন নয়ডার এই তরুণ তারকা।

Advertisements

আনমোল এই মুহূর্তে বিশ্বের ২২২ নং তারকা। ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন বিশ্বের ৮০ নং তারকা আমালিয়া সুলজ। র‍্যাঙ্কিংয়ে এতটা ওপরে থাকা ড্যানিশ তারকার বিরুদ্ধে জিতলেও লড়াইটা খুব একটা সহজ ছিল না ভারতীয় তরুণ তারকার পক্ষে। একটা সময় বিশাল ব্যবধানে দ্বিতীয় সেট জিতে ম্যাচের রং পাল্টে দিয়েছিলেন সুলজ। তবে পিছিয়ে পড়লেও হাল ছাড়েননি আনমোল। শেষপর্যন্ত ২৪-২২, ১২-২১, ২১-১০ সেটে ম্যাচ জিতে নেন ভারতীয় তারকা।

Transfer News:একবছরের চুক্তিতে ইষ্টবেঙ্গলে সই এই তারকা ফুটবলারের

Advertisements

এদিন লুভেনে প্রথম গেমে দুই শাটলারের একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়। দুই প্রতিযোগী একে অপরকে স্ম্যাশে পরখ করে নিচ্ছিলেন। টানটান উত্তেজনার প্রথম গেমে শেষপর্যন্ত ২৪-২২ স্কোরে ম্যাচ জিতে নেন আনমোল। তবে প্রথম গেম জিতলেও দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান ড্যানিশ প্রতিপক্ষ। দুর্দান্ত কিছু স্ম্যাশে ২১-১২ স্কোরে সুলজ হারিয়ে দেন আনমোলকে। তবে তৃতীয় সেটের শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরেন তরুণ ভারতীয় তারকা। একের পর এক ফোরহ্যান্ড স্ম্যাশে ২১-১০ ব্যবধানে তৃতীয় গেম জেতার পাশাপাশি ম্যাচটিও জিতে নেন তিনি।

ছোটবেলা থেকে আনমোল (Anmol Kharb) ফুটবল খেলতে ভালবাসতেন। তবে ব্যাডমিন্টনের প্রতি তাঁর আগ্রহ জন্মায় বাবার সাথে খেলা অভ্যাস করে। নয়ডার সানরাইজ আক্যাডেমিতে নিয়মিত ব্যাডমিন্টন চর্চা করে থাকেন তিনি। টুর্নামেন্টের সেমিফাইনালে বুলগেরিয়ার ক্যালোইয়ানা নালভানটোভাকে হারালে তাঁকে নিয়ে পদক জেতার আশা আরোও বৃদ্ধি পায় ভারতের। তবে এর আগেও মাত্র ১৫ বছর বয়েসে এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট জিতে সাফল্যের আলোকে আসেন উত্তরপ্রদেশের শাটলার। এদিন জুনিয়র হয়েও ‘সিনিয়র’ বেলজিয়ান আন্তর্জাতিক চ্যালেঞ্জ টুর্নামেন্ট জিতে গোপীচাঁদ- পাড়ুকোনদের তালিকায় নাম লেখালেন তিনি।