কুয়েতের বিরুদ্ধে খেলতে চলেছে ভারত (India v Kuwait)। ইতিমধ্যে শুরু হয়েছে শিবির। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের কাছে এ এক মরণ বাঁচন ম্যাচ। বড় দায়িত্ব পেতে পারেন মোহনবাগান সুপার জায়ান্টের তারকা ফুটবলার অনিরুদ্ধ থাপা (Anirudh Thapa)।
সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে অনিরুদ্ধ থাপার একটি সাক্ষাৎকার। সেখানে জাতীয় দলের দায়িত্ব সম্পর্কে মুখ খুলেছেন ভারতের এই মিডফিল্ডার। ম্যাচের দিন কোচ ইগর স্টিম্যাচ বড় দায়িত্ব দিতে পারেন তাঁর কাঁধে।
Mohun Bagan: মোহনবাগানের এক দিনে ৩ সই
‘জাতীয় দলের সঙ্গে অসাধারণ সাতটা বছর কেটেছে। অতীতে আমি দারুণ কিছু খেলোয়াড়ের সঙ্গে খেলেছি এবং এখন ভাল ভাল খেলোয়াড়রা আসছেন। এখনও সতীর্থদের কাছ থেকে অনেক কিছু শিখছি এবং আমার দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলছি। এই সাত বছরে কোনও ক্যাম্প মিস না করে খেলা চালিয়ে যেতে পারার জন্য নিজেকে ভাগ্যবান মনে করছি’, বলেছেন অনিরুদ্ধ।
‘জাতীয় দলের জার্সি গায়ে তোলা আমার জন্য পরম সম্মানের। ভারতের হয়ে খেলা সবসময়ই স্বপ্ন ছিল। আমি যখনই জার্সির জন্য খেলি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। কতদিন বা কত ম্যাচ খেলব তার কোনো টার্গেট আমার নেই। ভারতের হয়ে প্রতিটি দিন এবং প্রতিটি ম্যাচ আমার কাছে গর্বের মুহূর্ত।’
Mohun Bagan: বাগানে আসতে পারেন নতুন কোচ, হাবাসের ভূমিকা কী?
‘এটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ, বিশেষ করে সুনীল (ছেত্রী) ভাইয়ের জন্য। তৃতীয় রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন নিশ্চিত করতে হবে আমাদের। সল্টলেকে ম্যাচ, স্টেডিয়াম হয়তো কানায় কানায় পূর্ণ থাকবে। আমরা সবাই জানি সমর্থকরা কতটা ফুটবলকে কতটা ভালোবাসে। আমরা দেশের জন্য সেরাটা দেব। এই তিন পয়েন্ট পেতে সেরাটা দিতেই হবে’, ম্যাচ প্রসঙ্গে বলেছেন অনিরুদ্ধ থাপা।