আগামীকাল, শনিবার নিজেদের ঘরের মাঠে মোহনবাগানকে (Mohun Bagan) খেলতে হবে হায়দরাবাদ এফসির বিপক্ষে। এই ম্যাচ জিততে পারলেই পয়েন্ট তালিকায় কিছুটা উপরে চলে আসবে এই প্রধান। যা পরবর্তীতে বাড়তি অক্সিজেন জোগাবে গোটা দলকে। এরপর তাদের খেলতে হবে মানালো মার্কেজের এফসি গোয়ার বিপক্ষে।
সেই ম্যাচ জিতলেই পুরোনো ছন্দে ফিরে আসবে সবুজ-মেরুন। তাই হায়দরাবাদ ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চায় মেরিনার্সরা। সেইমতো গত কয়েকদিন দলকে নিয়ে কঠোর অনুশীলনে দেখা যায় দলের বর্তমান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসকে।
আইএসএলের দ্বিতীয় লেগ থেকেই ঘুরে দাঁড়াতে চাইছেন সকলে। দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে হেক্টর ইউৎসে সহ দলের অন্যান্য ফুটবলারদেরও দেখা যায় কঠোর অনুশীলনে। টুর্নামেন্টের প্রথম লেগে বিদেশি ফুটবলারদের পাশাপাশি দলের ভারতীয় ফুটবলারদের পারফরম্যান্স খুব একটা সুখকর না থাকলেও এবারের এই লেগ থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে দলের ফুটবলাররা। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার কথা শোনা যায় অনিরুদ্ধ থাপার তরফ থেকে।
থাপা বলেন, মোহনবাগানে আসার পর থেকেই সমর্থকদের মুখে হাসি ফোঁটানোর চেষ্টা করছি। এই সবুজ-মেরুন জার্সিতে এখনো নিজের সেরাটা দেওয়া বাকি। এখন সেই চেষ্টাই করবেন তিনি। বলাবাহুল্য, গত ফুটবল মরশুমে যে ছন্দে ধরা দিয়েছিলেন অনিরুদ্ধ থাপা তা এই মরশুমে এখনো কারোরই চোখে পড়েনি। সেজন্য নিজের পুরনো ছন্দ ফিরে পেতেই মরিয়া থাপা।