Home Sports News জন্মদিনেও অনুশীলনে হাজির থাপা, পুরনো ছন্দে রবিনহো

জন্মদিনেও অনুশীলনে হাজির থাপা, পুরনো ছন্দে রবিনহো

anirudh-thapa-birthday-training-robson-robinho-back-mohun-bagan

জল্পনার অবসান ঘটিয়ে গত কয়েকদিন আগেই ঘোষণা হয়েছে আইএসএলের দিনক্ষণ। সেই অনুযায়ী আগামী মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হতে চলেছে দেশের এই প্রথম ডিভিশন ফুটবল লিগ। সেইমতো নিজেদের প্রস্তুতি শুরু করেছে একাধিক ফুটবল ক্লাব। তবে এক্ষেত্রে বাকিদের তুলনায় প্রথম থেকেই সকলের নজর কাড়ছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। বড়দিন ও বর্ষবরণের ছুটি কাটানোর পর নতুন বছরের তৃতীয় দিন থেকেই অনুশীলন শুরু করেছে ময়দানের এই প্রধান। যেখানে প্রথম থেকেই ফুরফুরে মেজাজে দেখা‌ গিয়েছিল দলের সকল ফুটবলারদের।

Advertisements

যেটা নিঃসন্দেহে বিরাট খুশি করেছিল সকলকে। পরবর্তীতে সার্জিও লোবেরার তত্ত্বাবধানে নিজেদের পুরনো ছন্দ ফিরে পেতে শুরু করে মেরিনার্সরা। গত কয়েকদিন আগেই নিজেদের রিজার্ভ দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচে নেমেছিল লোবেরার ছেলেরা। সম্পূর্ণ সময়ের শেষে বড় ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল কামিন্সরা। এমনকি প্রস্তুতি ম্যাচে জোড়া গোল পেয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস। যেটা নিঃসন্দেহে মন জয় করেছিল সকলের। আসন্ন আইএসএলের আগে এমন পারফরম্যান্স নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে সকলকে।

   

এদিন ও দলের অনুশীলনে যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল সকলকে। বলাবাহুল্য, দলের তারকা মিডফিল্ডার অনিরুদ্ধ থাপার জন্মদিন ছিল আজ। তবে এদিন বিকেলে মোহনবাগান অনুশীলনেই মনোনিবেশ করতে দেখা যায় জাতীয় দলের এই ফুটবলারকে। পাশাপাশি এদিন অনুশীলনে ফেরেন রবসন রবিনহো। জ্বর থাকার দরুন এর আগে মূলত ডাগ আউটেই ছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। তবে এদিন বাকিদের সঙ্গেই অনুশীলনে দেখা যায় রবিনহোকে।

Advertisements