ময়দানে গুঞ্জন ‘মমতার অদৃশ্য আশীর্বাদে’ IFA সচিব অনির্বান দত্ত

Anirban Dutta is the President of IFA

রাজনৈতিক ক্ষমতার কারণে দেশের ক্রিকেট প্রশাসনে শাহ পরিবার আশীর্বাদ লাগে এখন। আর ফুটবল প্রশাসনে লাগে ব্যানার্জী পরিবার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘অদৃশ্য আশীর্বাদ’। ময়দানে এটাই চালু কথা। ফলে ভারতীয় ফুটবলের কর্তা হতে বেশি কষ্ট করতে হলো না অনির্বান দত্তকে। তিনি আইএফএ (IFA) সভাপতি হলেন।

Advertisements

সোমবার নবগঠিত আইএফএ গভর্নিং বডির প্রথম সভায় জর্জ টেলিগ্রাফ গোষ্ঠির ফুটবলকর্তা অনির্বান দত্তকেই সচিব হিসেবে বেছে নেওয়া হয়েছে। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।

ক্লাব রাজনীতির খেলার পশ্চিমবঙ্গের শক্তি বেশি থাকায় আইএফএ প্রেসিডেন্ট থাকলেন অজিত বন্দ্যোপাধ্যায়। তিনি সম্পর্কে মু়খ্যমন্ত্রীর বড়দা। চেয়ারম্যান পদে থাকলেন সুব্রত দত্ত। আইএফএ সহ-সভাপতি পদে স্বরূপ বিশ্বাস, সৌরভ পাল এবংবিশ্বজিৎ ভৌমিক এলেন। কোষাধ্যক্ষ হলেন এভারগ্রিন ক্লাবের দেবাশিস সরকার।

Advertisements

বর্তমান সচিব অনির্বান দত্তর পরিবার ফুটবল প্রশাসনে জড়িত। তাঁর পিতা প্রদ্যোত দত্ত আইএফএ সচিব ছিলেন ১৯৮৫-১৯৯৪ সাল পর্যন্ত। তখন রাজ্যে ভরা বামফ্রন্ট আমল। বামফ্রন্ট সরকারের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল দত্তদের।

সচিব অনির্বান বলেন, আমার প্রথম কাজ কলকাতা লিগ ঠিক মতো চালু করা। প্রিমিয়ার লিগে গত বছর তিন প্রধানের মধ্যে শুধু মহমেডান খেলেছিল। এবার যাতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান খেলে সেটাই দেখতে হবে। আমার বিশ্বাস তিন প্রধানই এবার লিগে খেলবে।