ঐতিহাস ভারতীয় স্পিনারের ‘স্পেশাল ২৬’

সময়টা ছিল ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ, সাল ১৯৯৯। দিল্লির ফিরোজ শাহ কোটলায় চৌঠা ফেব্রুয়ারি শুরু হয়েছিল পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট। ঐ টেস্টের এক অভাবনীয় ঘটনা…

Anil Kumble Historic 'Perfect 10' in 1999

সময়টা ছিল ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ, সাল ১৯৯৯। দিল্লির ফিরোজ শাহ কোটলায় চৌঠা ফেব্রুয়ারি শুরু হয়েছিল পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট। ঐ টেস্টের এক অভাবনীয় ঘটনা ঘটেছিল যখন পাকিস্তানের অধিনায়ক ওয়াসিম আক্রাম অনিল কুম্বলের (Anil Kumble) বলে ভিভি এস লক্ষ্মণের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরত গিয়ে ছিলেন। শেষ হয়েছিল পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। আর অনিল কুম্বলের নামের পাশে যোগ হয়েছিল দশে দশ।

Advertisements

দশটা উইকেট তুলে নিয়ে অনিল সেদিন পারফেক্ট টেন করে জিম লেকারের পরে আন্তর্জাতিক ক্রিকেটে বিরলতম কৃতিত্বের দ্বিতীয় বোলার হিসেবে রেকর্ড বইয়ে বিশেষ ভাবে জায়গা করে নিয়েছিলেন। তারিখটা ছিল সেদিন সাত ফেব্রুয়ারি। আর অনিলের সেদিনকার বোলিং পরিসংখ্যান ছিল ২৬.৩-৯-৭৪-১০ । তার আগে প্রথম ইনিংসে তিনি তুলে নিয়েছিলেন চারটি উইকেট (৪/৭৫) । ভারত সেদিন কোটলায় জয়ী হয়েছিল।আর। ম্যাচের সেরা হয়েছিলেন অনিল কুম্বলে।

   

ঐতিহাসিক সেই কৃতিত্ব অনিল কুম্বলের ও জীবনে ও ভারতীয় ক্রিকেটে এক মাইলফলক হয়ে রয়েছে। দেখতে দেখতে ২৬ বছরে পদার্পণ করলো অনিল কুম্বলের অবিশ্বাস্য একটি ইনিংসে ১০ উইকেট নেওয়ার দিন।

১৯৯৯ সালে দিল্লীর ফিরোজ শা কোটলায় দ্বিতীয় টেষ্টে পাকিস্তানকে ২১২ রানে পরাজিত করেছিলো ভারত। ২৩ টেস্ট পরে সেটাই ছিল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট জয়। সেই টেষ্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে একাই ১০ টা উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে।

সেদিন চতুর্থ দিনে অনিল কুম্বলের শিকার গুলো এইভাবে….
(১) সৈয়দ আনোয়ার: কট লক্ষন বোল্ড কুম্বলে ৬৯
(২) সৈয়দ আফ্রিদি: কট মোঙ্গিয়া বোল্ড কুম্বলে ৪১
(৩) ইজাজ আমেদ : লেগ বিফোর উইকেট ০ বোল্ড কুম্বলে
(৪) ইনজামাম উল হক: বোল্ড কুম্বলে ০
(৫) ইউসুফ ইউহানা: লেগ বিফোর উইকেট বোল্ড কুম্বলে
(৬) মইন খান: কট সৌরভ বোল্ড কুম্বলে ৩
(৭) সেলিম মালিক: বোল্ড কুম্বলে ১৫
(৮) ওয়াসিম আক্রম: কট লক্ষন বোল্ড কুম্বলে ৩৭
(৯) মুস্তাক আমেদ: কট দ্রাবিড় বোল্ড কুম্বলে ১
(১০) সাকলাইন মুস্তাক : লেগ বিফোর উইকেট ০ বোল্ড কুম্বলে
(১১) ওয়াকার ইউনুস অপরাজিত ৬

দ্বিতীয় ইনিংসে অনিল কুম্বলে র বোলিং হিসাব…২৬.৩ ওভারে ৯ টা মেডেন ৭৪ রান ১০ উইকেট। ম্যাচে ১৪ উইকেট।