Aniket Yadav: শুরু থেকে অনিকেতের না থাকাটাই কি ফ্যাক্টর হয়ে গেল?

প্রথম দশে ছিলেন না অনিকেত যাদব (Aniket Yadav)। তিনি চোটের কবলে পড়েছিলেন বলে শোনা গিয়েছিল। যদিও সেটা গুরুতর ছিল না এবং এখন মাঠে নামার মতো…

aniket yadav

short-samachar

প্রথম দশে ছিলেন না অনিকেত যাদব (Aniket Yadav)। তিনি চোটের কবলে পড়েছিলেন বলে শোনা গিয়েছিল। যদিও সেটা গুরুতর ছিল না এবং এখন মাঠে নামার মতো অবস্থাতে রয়েছেন। বিরতির পর অনিকেতকে মাঠে নামিয়েছিলেন কোচ।

   

অনেক সম্ভাবনা নিয়ে ইমামি ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন অনিকেত যাদব। তাঁর আগমণে লাল হলুদ সমর্থকরাও খুশি হয়েছিলেন। ডার্বিতে কোচ তাঁকে শুরু থেকে মাঠে রাখবেন, এমনটাও অনেকে আশা করেছিলেন। কিন্তু তেমনটা হয়নি। রিজার্ভ বেঞ্চে ছিলেন প্রথমার্ধে।

ইস্টবেঙ্গলের প্রান্ত বরাবর আক্রমণ গড়ার চেষ্টা করেছিল এটিকে মোহন বাগান। মাঝমাঠ এবং রক্ষণে একাধিকবার চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। অনিকেত উইং বরাবর ভালো দৌড় দিতে পারেন। আক্রমণ তুলে আনার ক্ষেত্রে দক্ষ। তিনি মাঠে থাকলে মাঠের দৃশ্য অন্য কিছু হতেই পারতো।

জামশেদপুর, হায়দরাবাদের হয়ে প্রচুর ম্যাচ খেলেছিলেন অনিকেত যাদব। গোলও করেছেন কিছু। ২২ বছর বয়সী এই ফুটবলার ইতিমধ্যে খেলেছেন জাতীয় দলের হয়ে। দলে ক্লিক করলে আগামী দিনে হতে পারেন ইস্টবেঙ্গলের সম্পদ। এটিকে মোহন বাগানের বিরুদ্ধে কোচ এখন তাঁকে মাঠে নামলেন তখন হয়তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আক্রমণে আরও চাপ বাড়িয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। গোলের ব্যবধান বাড়তেও পারতো। পাল্টা দিতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল।