HomeSports Newsজামশেদপুর এফসির এই উইঙ্গারকে টেনে নিল কালিকট এফসি

জামশেদপুর এফসির এই উইঙ্গারকে টেনে নিল কালিকট এফসি

- Advertisement -

এবারের ট্রান্সফার উইন্ডোকে (Transfer window)কাজে লাগিয়ে গত কয়েক মাসে একাধিক ফুটবলারদের দলে টেনেছে দলগুলি। এক্ষেত্রে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের পাশাপাশি বারংবার শিরোনামে উঠে এসেছে আইলিগের ফুটবল ক্লাব গুলি। তবে বাকিদের থেকে খুব একটা পিছিয়ে নেই সুপার লিগ কেরালার অন্তর্গত দল। এক্ষেত্রে নিজেদের পরিকল্পনা অনুযায়ী চূড়ান্ত করেছে ফুটবলারদের। যেখানে ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি আইলিগ খেলা একাধিক ফুটবল তারকা এবার রয়েছেন এই লিগে‌। সময় এগোনোর সাথে সাথেই এবার যথেষ্ট জনপ্রিয়তা পাচ্ছে দক্ষিণের এই ফুটবল লিগ।

যার মধ্যে মাল্লাপুরম এফসির পাশাপাশি গত কয়েকদিনে বারংবার উঠে এসেছে ক্যালিকট এফসির নাম। বিভিন্ন মাধ্যম সূত্রে জানা গিয়েছিল যে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনে ও এবার চমক রাখছে কালিকট। সেইমতো গত কয়েকদিন আগেই এক স্প্যানিশ ফুটবলারকে চূড়ান্ত করেছে ম্যানেজমেন্ট। তবে ভারতীয় ফুটবলার দলে টানার ক্ষেত্রে ও ব্যাপক দক্ষতা দেখিয়েছে এই ক্লাব। অবশেষে তাঁদের দলে যুক্ত হলেন দেশীয় উইঙ্গার অনিকেত যাদব। গত সিজন পর্যন্ত আইএসএলের অন্যতম শক্তিশালী দল তথা জামশেদপুর এফসির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

   

সেই মরসুমে দলের হয়ে খেলেছেন প্রায় সাতটি ম্যাচ। গোলের দেখা না মিললেও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন প্রত্যেক ক্ষেত্রে। একটা সময় শোনা যাচ্ছিল যে তাঁকে নিতে নাকি ব্যাপক আগ্ৰহী বিদেশের এক তৃতীয় ডিভিশনের ফুটবল ক্লাব। যদিও শেষ পর্যন্ত কথাবার্তা এগোয়নি বেশিদূর। পরবর্তীতে আইলিগের একাধিক ফুটবল ক্লাব এই তারকার সঙ্গে কথাবার্তা এগিয়ে নিয়ে গেলেও শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি চুক্তি। যারফলে অনেকেই মনে করেছিলেন যে নয়া সিজনে ও হয়তো জামশেদপুর এফসিতেই থাকবেন অনিকেত।

কিন্তু শেষ পর্যন্ত কেরালার ফুটবল লিগেই যোগদান করলেন এই দাপুটে উইঙ্গার। গত শনিবার কালিকটের সঙ্গে যুক্ত হয়েছেন এই ভারতীয় ফুটবলার। নিজের নতুন দলে কতটা মানিয়ে নিতে পারেন সেটাই এখন দেখার।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular