HomeSports Newsইস্টবেঙ্গলের বিপক্ষে ডাগ আউটে চেরনিশভ? প্রকাশ্যে এল আপডেট

ইস্টবেঙ্গলের বিপক্ষে ডাগ আউটে চেরনিশভ? প্রকাশ্যে এল আপডেট

- Advertisement -

মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) ক্লাবের প্রথম আইএসএল (ISL) অভিযান একেবারে হতাশাজনক। গত মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন (I League Champion) হয়ে, তারা আইএসএলে ভালো পারফরমেন্সের জন্য অনেক আশা জাগিয়েছিল, কিন্তু সেই আশা পূর্ণ হয়নি। বর্তমান অবস্থায় তারা পয়েন্ট টেবিলের শেষ স্থানে অবস্থান করছে, আর একের পর এক পরাজয় তাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শেষ ম্যাচে হায়দরাবাদের কাছে ৩-১ গোলে হারতে হয়েছে। সামনে ডার্বি ম্যাচ প্রতিপক্ষ ইস্টবেঙ্গল (East Bengal FC), কিন্তু দলের বর্তমান অবস্থা নিয়ে কম কথা হলেও, সবার মুখে একটাই প্রশ্ন – কোচ আন্দ্রে চেরনিশভ (Andrey Chrenyshov),কবে ফিরবেন?

   

মহামেডানের বর্তমান পরিস্থিতি নিয়ে এক সাক্ষাৎকারে ক্লাবের সচিব দীপেন্দু বিশ্বাস (Dipendu BIswas) বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। চেরনিশভের সাথে কোচিং সম্পর্কিত সমস্যা এতদিন ধরে চলে আসছে। তার পরেও ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, কোচ এখনও ক্লাবের সঙ্গে আছেন। কিন্তু তার দেশে না থাকা এবং এই সমস্যাগুলি অব্যাহত থাকার ফলে, সমর্থকদের মধ্যে একাধিক প্রশ্ন জেগেছে। দীপেন্দু বিশ্বাস জানিয়েছেন, “কোচের সঙ্গে সমস্যাগুলি অনেকটাই মিটে গেছে। আশা করছি, সময়ের সঙ্গে আরও সমাধান হবে। তবে ইস্টবেঙ্গল (East Bengal FC) ম্যাচে কোচ ডাগআউটে থাকবেন কি না, সেটা এখনও নিশ্চিত নয়।”

চেরনিশভের দেশে ফিরে যাওয়ার পর, মহামেডান দলের সহকারী কোচ মেহেরাজউদ্দিন ওয়াডু দলের দায়িত্ব নিয়েছেন। তবে ওয়াডু এসে কিছু পরিবর্তন আনলেও, দল এখনও বড় পার্থক্য তৈরি করতে পারেনি। বিষয়টি নিয়ে দীপেন্দু বলেন, “ওয়াডু এসেছেন, কিন্তু এখনও পুরোপুরি সফল হতে পারেননি। তবে আশা করি, ভবিষ্যতে দল আরও উন্নতি করবে।”

এদিকে, সূত্রের খবর অনুযায়ী, আন্দ্রে চেরনিশভ সম্ভবত আর মহামেডানে কোচ হিসেবে দেখা যাবেন না। জানা যাচ্ছে যে, আইএসএলের এক ক্লাব তাকে প্রস্তাব দিয়েছে এবং তিনি সেই ক্লাবে যোগ দিতে পারেন। যদি চেরনিশভ ভারতে ফিরেও আসেন, তবে তিনি মহামেডানে কোচিং করাবেন না। তবে কোন ক্লাব তাকে প্রস্তাব দিয়েছে, তা এখনও জানা যায়নি।

মহামেডান স্পোর্টিং ক্লাবের আইএসএল অভিযান শুরু হয়েছিল আশাবাদী এক জায়গা থেকে। কিন্তু ১৯ ম্যাচ খেলে তারা মাত্র ২টি ম্যাচ জিতেছে এবং ১২ম্যাচে হেরেছে। দলের গোল সংখ্যা মাত্র ৯টি, যা আইএসএলের মতো প্রতিযোগিতায় অনেক কম। দীপেন্দু বিশ্বাস জানিয়েছেন, “আইএসএল এক কঠিন টুর্নামেন্ট। আমরা গত চার বছর ধরে লড়াই করে এখানে এসেছি। অনেক সমস্যার মধ্যে থেকেও এই জায়গায় পৌঁছেছি। তবে কিছু সময় লাগবে। আশা করি, পরের বছর আমরা ভালো পারফরমেন্স দেখাব।”

এছাড়া, একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সমর্থকদের মধ্যে আরও প্রশ্ন তৈরি করেছে, তা হলো রবি হাঁসদার পরিস্থিতি। রবিকে মহামেডান দলে যোগ দিয়েছিল কাস্টমস থেকে লোনে এনে। তিনি বাংলাকে সন্তোষ ট্রফি জেতানোর পর সবার নজর কাড়েন। কিন্তু সাদা কালো জার্সি পরে অনুশীলন করার পর, তাকে আর মাঠে দেখা যায়নি। দীপেন্দু বিশ্বাস জানিয়েছেন, “রবি হাঁসদা এখনও টিমের সঙ্গে অনুশীলন করছেন। যদি কোচ চান, তিনি খেলতে পারেন।”

মহামেডানের সামনে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। তাদের বর্তমান অবস্থা, কোচের সমস্যা, এবং খেলোয়াড়দের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে। এরই মধ্যে এখন সবাই ইস্টবেঙ্গলের বিপক্ষে ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular