আইলিগ রানার্সআপ হলেও দল যেমন পারফরম্যান্স দিচ্ছে তাতে এমনটা হওয়া প্রত্যাশিত ছিলো। আগামী মরশুমের জন্য আন্দ্রে চেরনিশভ মহামেডান (Mohammedan SC) কোচের দায়িত্বে থেকে যাচ্ছেন।
চেরনিশভের পারফরম্যান্সে খুশি মহামেডান ক্লাবকর্মকর্তারা।এছাড়া টিম স্পিরিট ধরে রাখতে দারুণ কাজ করেছেন তিনি এবার।তাই রাশিয়ান কোচ’কে ধরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত।
সাদা কালো ব্রিগেডের কোচ হয়ে আসার পর এই রাশিয়ান একেবারে বদলে দিয়েছে ক্লাব’কে।তার কোচিংয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়ন, ডুরান্ড কাপ ও আইলিগে রানার্স আপ হয়েছিল মহামেডান,তাই ফের আরও একবার আসন্ন মরশুমে চেরিনশভ ইতিবাচক কিছু করে দেখাবেন এমনটাই আশা করছেন মহামেডানের কর্মকর্তা’রা।
ইতিমধ্যে আগামী মরশুমের দল গঠনের কাজ শুরু করে দিয়েছেন মহামেডানের কর্মকর্তারা।দলের একাধিক ফুটবলার ছাড়া হতে পারে,তালিকায় আছে কিছু বিদেশী’ও।তবে ক্লাব কর্তারা চাইছেন আরও উন্নত মানের ফুটবলার’দের স্কোয়াডে আনতে।