গত শুক্রবার জওহরলাল নেহরু স্টেডিয়ামে আইএসএলের অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসির সঙ্গে। সম্পূর্ণ সময়ের শেষে দুই গোলের ব্যবধানে লুকা মাজসেনদের কাছে পরাজিত হতে হয় মহামেডান স্পোর্টিং ক্লাবকে। যারফলে টানা সাতটি ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচের শেষেই খালি হাতে থাকতে হল সাদা-কালো ব্রিগেডকে। দলের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট হতাশ সাদা-কালো সমর্থকরা। গতবছর আইলিগ জয় করার সুবাদে এবার ইন্ডিয়ান সুপার লিগ খেলার ছাড়পত্র পেয়েছে মহামেডান।
Also Read | টানা ছয় ম্যাচ পরাজিত মহামেডান, পয়েন্ট টেবিলের তিন নম্বরে পঞ্জাব
শুরুটা যথেষ্ট ভালো হলেও সময়ের সাথে সাথেই ছন্দ হারাতে শুরু করে রেড রোডের এই ফুটবল ক্লাব। একটা সময় কলকাতা ময়দানের দুই প্রধানকে টেক্কা দিয়ে টপ সিক্সে উঠে আসলেও পরবর্তীতে অনেকটাই নেমে আসতে হয় অ্যালেক্সিস গোমেজদের। এই পাঞ্জাব ম্যাচে জয় নিশ্চিত করতে পারলে কিছুটা হলেও উপরে চলে আসতে পারতো মহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু সেটা সম্ভব হয়নি। লুকা মাজসেন থেকে শুরু করে মিজলজ্যাকদের দাপুটে পারফরম্যান্সে কার্যত দিশেহারা হয়ে পড়তে হয় ময়দানের এই প্রধানকে।
Also Read | নর্থইস্টকে রুখতে বিশেষ পরিকল্পনা মোলিনার
দলের এমন হতাশাজনক পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে দলের ফুটবলারদের প্রস্তুতির অভাবের দিকেই জোর দেন রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভ। (Andrey Chernyshov) ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” দলের ছেলেদের ধন্যবাদ জানাই। এই ম্যাচে ভাল খেলার জন্য। লিগের অন্যতম সেরা দলের বিরুদ্ধে আজ খেলেছি আমরা। তাও আমরা আজ অনেক সুযোগ তৈরি করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত, গোল করতে পারিনি। এটাই আমাদের প্রধান সমস্যা।” সেইসাথে দলের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে গত বছর পাঞ্জাব দলের প্রসঙ্গ তুলে ধরেন চেরনিশভ।
Also Read | East Bengal FC : বাংলাদেশ ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি ইস্টবেঙ্গলের
সাদা-কালো কোচ বলেন, ” গতবছর পাঞ্জাব যেমন শুরুতে ভাল খেলতে পারেনি, জানুয়ারি থেকে ভাল খেলতে শুরু করে, আশা করি, আমাদের ক্ষেত্রেও তেমনই হবে। আমাদের প্রতিপক্ষ কিন্তু আমাদের থেকে অনেক কম গোলের সুযোগ তৈরি করেছিল। কিন্তু সেগুলি কাজে লাগিয়ে ওরা গোল করতে পেরেছে, যা আমরা পারিনি। আমরা পরিশ্রম করে গেলে একদিন ভাল পারফরম্যান্স আসবেই। তাছাড়া আমাদের ছেলেরা যথেষ্ট পরিশ্রমও করছে। আশা করি আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।”