Andrew Symonds : সাইমন্ডসের দেহ আঁকড়ে ছিল তাঁর পোষা কুকুর

অ্যান্ড্রু সাইমন্ডস (Andrew Symonds) গাড়িতে একা ছিলেন না। সঙ্গে ছিল তাঁর দুই পোষ্য। দুর্ঘটনার পর বেঁচে গিয়েছিল কুকুর দু’টি। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালানোর সময় একটিকে সরিয়ে…

অ্যান্ড্রু সাইমন্ডস (Andrew Symonds) গাড়িতে একা ছিলেন না। সঙ্গে ছিল তাঁর দুই পোষ্য। দুর্ঘটনার পর বেঁচে গিয়েছিল কুকুর দু’টি। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালানোর সময় একটিকে সরিয়ে আনতে উদ্ধারকারীদের তেমন বেগ পেতে হয়নি। অন্য একটি কুকুর আঁকড়ে ছিল সাইমন্ডসের দেহ। মুখে কিছু না বললেও অবলা জীবটির চোখ-মুখ কথা বলছিল।

নর্থ কুইন্সল্যান্ডে গত পরশু স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়েছিল সাইমন্ডসের গাড়ি। প্রতক্ষ্যদর্শীরা বক্তব্য অনুযায়ী, একটি কুকুরকে সাইমন্ডসের কাছ থেকে কিছুতেই সরানো যাচ্ছিল না। সাইমন্ডসের দুই পোষ্যর কথা জানিয়েছেন এক প্রতক্ষ্যদর্শী। দুর্ঘটনার মিনিট দুয়েক পরই সেখানে পৌঁছে গাড়িতে সাইমন্ডস ও তাঁর দুই কুকুরকে দেখতে পাওয়ার কথা জানিয়েছেন তিনি।

   

প্রতক্ষ্যদর্শীর বক্তব্য, ‘আমার স্বামী তাঁর (অ্যান্ড্রু সাইমন্ডস) দেহ গাড়ি থেকে বাইরে বের করার চেষ্টা করছিলেন। উদ্ধার করে বাইরে নিয়ে আসার সমানে চেষ্টা করেছিলেন। কিন্তু ততক্ষণে সাইমন্ডসের দেহ নিথর হয়ে গিয়েছিল। পালস্ পাওয়া যাচ্ছিল না।’

এরপরই ওই মহিলা জানিয়েছেন, ‘দু’টি কুকুর ছিল গাড়িতে। একটিকে কিছুতেই সেখান থেকে সরানো যাচ্ছিল না। সরাতে গেলে মুখ দিয়ে শব্দ করছিল।’

গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। শনিবার রাতে টাউনশভিলের কাছে গাড়ি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। এই টাউনশভিলেই অবসর যাপন করতেন সাইমন্ডস।

‘প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ঘটনাটি শনিবার রাত এগারোটা নাগাদ ঘটেছে। অ্যালিস রিভার ব্রিজের কাছে হার্ভে রেঞ্জ রোড দিয়ে যাওয়ার পর গাড়িটি দূর্ঘটনার কবলে পড়েছিল। মূল রাস্তা থেকে সরে উল্টে গিয়েছিল গাড়ি’, এক বিবৃতিতে জানিয়েছিল কুইন্সল্যান্ড পুলিশ।