মাঠে নয়, ডাগআউটে! কোন দায়িত্বে ফিরছেন নাইটদের পাওয়ার হিটার?

andre-russell-ipl-comeback-kkr-power-coach

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) থেকে অবসরের ঘোষণা নিলেও কলকাতা নাইট রাইডার্সের (KKR) সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সম্ভবত শেষ হচ্ছে না আন্দ্রে রাসেলের। রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের পাশাপাশি তিনি জানান, আগামী মরশুমে কেকেআর দলে নতুন ভূমিকায় যোগ দিচ্ছেন তিনি।

দীর্ঘ 12 বছরের আইপিএল জীবনের সমাপ্তি ঘোষণা দিয়ে আন্দ্রে রাসেল বলেন, “IPL আমি আর খেলব না। তবে কলকাতা নাইট রাইডার্স পরিবারের সঙ্গে আমার সম্পর্ক সবসময় অটুট থাকবে। যে ভালোবাসা আমি এখানে পেয়েছি, তা কখনও ভুলতে পারব না।”

   

এবারের নতুন অধ্যায়ে আন্দ্রে রাসেল যোগ দেবেন পাওয়ার কোচ হিসেবে। যদিও মিনি নিলামে খেলবেন না, তবুও কলকাতার ঘরের ছেলে হয়ে ডাগআউটেই তাকে দেখা যাবে। জানা গেছে, রাসেলের উপস্থিতি দলের তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

কেকেআর ভক্তদের জন্য এটা এক বড় সুখবর। দীর্ঘদিনের আইকনিক ফিনিশার দলের সঙ্গে থাকলেও মাঠে খেলতে না পারলেও তার অভিজ্ঞতা এবং নেতৃত্বের গুণে দলকে সাহায্য করার সুযোগ তৈরি হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য হল, গত ১৫ নভেম্বর কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে রাসেলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরই চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদসহ বিভিন্ন দলের সমর্থকরা তাকে নিলামে নেয়ার আগ্রহ প্রকাশ করলেও আপাতত তার আইপিএল যাত্রা স্থগিত।

KKR সমর্থকরা আনন্দিত; কেননা দলের সঙ্গে তার সম্পর্ক এখনও অব্যাহত থাকবে এবং নতুন ভূমিকায় দলের জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নাইট শিবিরের জন্য এক নতুন অধ্যায়, যেখানে আন্দ্রে রাসেলের অভিজ্ঞতা ও শক্তি দলকে আরও দৃঢ় করবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন