অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson Tendulkar Trophy)পঞ্চম তথা শেষ টেস্টে (Oval Test) বাঁচা-মরার লড়াইয়ে নামছে ভারত (Indian Cricket Team)। সিরিজ এখন ২-১, ইংল্যান্ড (England) এগিয়ে। ড্র করলে সিরিজ হার, তাই ভারতের সামনে একটাই রাস্তা ম্যাচ জিততেই হবে। ওভাল টেস্টের প্রথম দিনেই চোখ রাঙাচ্ছে আবহাওয়া। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হতে পারেনি। যদিও কিছুটা দেরিতে হলেও টস হয় এবং ইংল্যান্ডের অস্থায়ী অধিনায়ক ওলি পোপ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
এবারের সিরিজে একবারও টস (Toss) জিততে পারলেন না ভারতীয় অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। তবে গিল জানিয়ে দেন, টস হারলেও খেলায় জিততে হবে এমন মানসিকতা নিয়েই মাঠে নামছে ভারত। তিনি বলেন, “টস হারাটা গুরুত্বপূর্ণ নয়, ম্যাচটা জিততে পারাটাই আসল। উইকেট ভালো দেখাচ্ছে, প্রথম ইনিংসে ভালো রান তুলতে হবে।”
ভারতীয় দলে তিনটি বড় পরিবর্তন। ঋষভ পন্থের পরিবর্তে একাদশে ঢুকেছেন তরুণ উইকেটরক্ষক ধ্রুব জুরেল, যা প্রত্যাশিতই ছিল। তবে চমক হল করুণ নায়ারের অন্তর্ভুক্তি। অলরাউন্ডার শার্দূল ঠাকুরের জায়গায় দলে এসেছেন তিনি। এছাড়া জশপ্রীত বুমরাহর না থাকা ছিল অনুমানযোগ্য, কারণ ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। তবে অনেকের আশা ছিল অর্শদীপ সিং অভিষেক হতে পারে। শেষ পর্যন্ত বুমরাহর পরিবর্তে সুযোগ পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ।
ইংল্যান্ড শিবিরেও বড় পরিবর্তন। চোটের কারণে সিরিজের শেষ টেস্টে খেলছেন না অধিনায়ক বেন স্টোকস। তাঁর জায়গায় অধিনায়কত্ব করছেন ওলি পোপ। সেই সঙ্গে বাদ পড়েছেন জোফ্রা আর্চার, লিয়াম ডসন এবং ব্রাইডন কার্স। পরিবর্তে একাদশে ঢুকেছেন জেকব বেথেল, গাস অ্যাটকিনসন, জেমি অভারটন ও জশ টাং। অভিজ্ঞতার তুলনায় অনেকটাই তরুণ মুখের উপর ভরসা রাখছে ইংল্যান্ড।
পিচ রিপোর্টে নাসের হুসেন জানিয়েছেন, ৮ মিলিমিটার ঘাস রয়েছে উইকেটে, উপরন্তু আকাশ মেঘলা। সেজন্যই প্রথমে ফিল্ডিং নিয়েছেন পোপ। তিনি বলেন, “বোলিং করাটাই বুদ্ধিমানের কাজ। আমাদের দলে নতুন কিছু মুখ রয়েছে। কিন্তু সবাই আত্মবিশ্বাসী এবং উইনিং মাইন্ডসেট নিয়ে খেলতে চাই।”
ভারতীয় একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ
🚨 Toss and Team Update 🚨
England win the toss in the 5th Test and elect to field.
A look at #TeamIndia‘s Playing XI for the 5th and Final Test 👌👌
Updates ▶️ https://t.co/Tc2xpWNayE#ENGvIND pic.twitter.com/fxzEfXEzLA
— BCCI (@BCCI) July 31, 2025
ইংল্যান্ড একাদশ: ওলি পোপ (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রলি, জো রুট, হ্যারি ব্রুক, জেকব বেথেল, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি অভারটন, জশ টাং
বৃষ্টির চোখ রাঙানির মধ্যে শুরু হওয়া এই ম্যাচে কে হাসবে শেষ হাসি, সেটাই এখন দেখার। ভারতীয় শিবির চাইছে শেষ ম্যাচে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে সিরিজ ড্র করাতে।
Indian Cricket Team captain Shubman Gill lost Test against England in Oval Test