ভারত-পাক ম্যাচ শুধুই কি খেলার লড়াই? সময়ের সঙ্গে সঙ্গে এর তাৎপর্য এখন অনেক বেশি (India Cricket News)। জাতীয় আবেগ, কূটনীতি, এমনকি রাজনৈতিক বার্তা। সব কিছুই মিশে যাচ্ছে ২২ গজের এই দ্বৈরথে। এবার সেই আবহ আরও এক ধাপ এগোল। রবিবার মহিলাদের বিশ্বকাপে (ICC Womens World Cup) পাকিস্তানকে (Pakistan) ৮৮ রানে হারিয়ে ‘উইমেন ইন ব্লু’ (India) দেখিয়ে দিল, জয় কেবল পুরুষদের মঞ্চে নয়, নারীরাও পিছিয়ে নেই। আর সেই জয়েই উঠে এল ‘সার্জিকাল স্ট্রাইক’র ছায়া (Amit Shah।
ম্যাচের ফলাফল পরিষ্কার, ভারত ২৪৮ রান তোলে প্রথমে ব্যাট করে। জবাবে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১৫৯ রানে। জয় ৮৮ রানে। এই জয়ের পরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইট আলোচনার কেন্দ্রে। তিনি লেখেন, “একটা পারফেক্ট স্ট্রাইক। মহিলাদের বিশ্বকাপে আমাদের মহিলা ক্রিকেট দল আরও এক বার দাপট দেখাল। দেশ তোমাদের নিয়ে গর্বিত।”
এই বার্তায় কোথাও পাকিস্তান শব্দটি নেই। তবু যারা চোখ রেখে চলেছেন ভারত-পাক কূটনৈতিক ইতিহাসে, তাঁদের কাছে স্পষ্ট এটা এক রাজনৈতিক বার্তা। কারণ ‘পারফেক্ট স্ট্রাইক’ শব্দবন্ধটি প্রথম উঠে এসেছিল ২০১৬ সালের উরি হামলার পর ভারতের ‘সার্জিকাল স্ট্রাইক’ অভিযানে। তখন থেকেই সেনা অভিযানকে ঘিরে বারবার ব্যবহৃত হয়েছে এই ধরণের শব্দ, ‘পারফেক্ট স্ট্রাইক’, ‘প্রিসিশন হিট’, ইত্যাদি। সেই সুরেই এবার ফের ক্রিকেটের ময়দানে বাজল সেই প্রতিধ্বনি।
প্রসঙ্গত, ভারতের জয়ের পর অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইটে সরাসরি উল্লেখ করেছেন ‘অপারেশন সিঁদুর’র। যেমন এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জেতার পর তিনি লিখেছিলেন, “খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল এক। ভারতের জয়।” এবার সেই জায়গা নিলেন শাহ, যদিও আরও সূক্ষ্মভাবে।
ক্রিকেট ম্যাচ তো শেষ, কিন্তু হরমনপ্রীতদের ম্যাচে উত্তাপ এখনও জারি। চোখে পড়েছে, টসের সময় পাকিস্তানি অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে হাত মেলাননি হরমনপ্রীত। ম্যাচ শেষে হ্যান্ডশেকের প্রচলিত রীতিও ছিল অনুপস্থিত। ঠিক যেমনটা দেখা গিয়েছিল পুরুষদের ভারত-পাক ম্যাচে। তখনও আলোচনা হয়েছিল, এই কি কেবল খেলার লড়াই? নাকি এর আড়ালে রয়েছে অন্য বার্তা?
এই প্রেক্ষাপটে হরমনপ্রীতদের জয় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ম্যাচে জয় যেমন সুস্পষ্ট, তেমনই ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়াও ভাবনায় ফেলেছে অনেককে। সূর্যকুমার যাদবের কথাও মনে পড়ে। ম্যাচের আগে একটি ভিডিওয় তিনি বলেছিলেন, “১১-০ এগিয়ে ভারত। প্রতিদ্বন্দ্বিতা কোথায়?” সেই ব্যবধান রবিবার বেড়ে দাঁড়াল ১২-০।
A perfect strike.
Dominating display of India’s cricketing might by our Women’s Cricket team in today’s match in the ICC Women’s World Cup.
Nation is proud of our team. Best wishes for your upcoming matches.#CWC25 pic.twitter.com/HRZP9GxqTv
— Amit Shah (@AmitShah) October 5, 2025
Amit Shah tweet on Perfect Strike after India beat Pakistan in ICC Womens World Cup after