সবুজ-মেরুন ছেড়ে আবেগপ্রবণ এই ভারতীয় ডিফেন্ডার

শেষ কিছু সিজন ধরে মোহনবাগানের হয়ে যথেষ্ট ভালো পারফরম্যান্স করে আসছিলেন আমনদীপ বৃষভান (Amandeep Vrish Bhan)। জুনিয়র দল থেকে যাত্রা শুরু করে পরবর্তীতে অনায়াসেই সিনিয়র…

Amandeep Vrish Bhan

শেষ কিছু সিজন ধরে মোহনবাগানের হয়ে যথেষ্ট ভালো পারফরম্যান্স করে আসছিলেন আমনদীপ বৃষভান (Amandeep Vrish Bhan)। জুনিয়র দল থেকে যাত্রা শুরু করে পরবর্তীতে অনায়াসেই সিনিয়র দলে নিজের স্থান করে নিয়েছিলেন হরিয়ানার এই ফুটবলার। গত ২০২৩-২০২৪ মরসুমে দলের হয়ে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ জয়ের পাশাপাশি গত দুইটি মরসুমে দলের আইএসএল লিগ শিল্ড জয়ের ও অংশীদার ছিলেন বছর কুড়ির এই ডিফেন্ডার। বলতে গেলে যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলেন আমনদীপ। তবে গত মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল ময়দানের এই প্রধানের।

শোনা যাচ্ছিল নয়া সিজনে তাঁকে নিতে আগ্ৰহী অন্যান্য একাধিক ফুটবল ক্লাব। তবে সবুজ-মেরুন ছেড়ে আদৌও তিনি অন্যত্র যোগদান করবেন কিনা সেই নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। তবে শেষ পর্যন্ত মোহনবাগান ছাড়লেন এই ভারতীয় ফুটবলার। ঘন্টাখানেক আগেই নিজের সোশ্যাল সাইটে সবুজ-মেরুন জার্সিতে লিগ শিল্ড হাতে নিয়ে একটি ছবি আপলোড করেন আমনদীপ। সেইসাথে ক্যাপশনে তিনি লেখেন, ” মোহনবাগান পরিবারের সাথে আড়াই বছরের অবিস্মরণীয় সময় কাটিয়েছি। রিজার্ভ দল থেকে সিনিয়র দলে স্থান পেয়েছিলাম। তবে এখন আমার জন্য নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার সময় এসেছে।”

   

সমর্থকদের কথা উল্লেখ করে তিনি বলেন, ” আমি ক্লাবের প্রতিটি সমর্থককে ধন্যবাদ জানাতে চাই। আপনারা সবাই আমার কাছে সমর্থকের থেকে ও অনেক বেশি কিছু। আপনারা সকলেই আমার শক্তি, আমার প্রেরণা এবং আমার পরিবার। আপনাদের ভালোবাসা, সমর্থন এবং স্ট্যান্ড থেকে আসা গান আমাকে সবুজ এবং মেরুন জার্সি পরে আমার সেরাটা দেওয়ার শক্তি দিয়েছে। আপনাদের সামনে, এই ঐতিহ্যবাহী জার্সি পরে খেলা, এমন কিছু যা আমি সর্বদা গর্ব এবং কৃতজ্ঞতার সাথে বহন করব। আমি এখানে কেবল একজন খেলোয়াড় হিসেবেই নয়, একজন ব্যক্তি হিসেবেও বেড়ে উঠেছি। শিক্ষা, আবেগ, উত্তরাধিকার – আমি যেখানেই যাই না কেন, এগুলো আমার সাথে নিয়ে যাব।”

Advertisements

আরও যোগ করেন, ” মোহনবাগান কেবল একটি ক্লাবের চেয়েও বেশি কিছু। এটি একটি আবেগ, একটি উত্তরাধিকার। আমি এখানে অনেক কিছু শিখেছি। জার্সির গুরুত্ব বুঝেছি। কোচ, কর্মী, সতীর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে সকল সমর্থকদের ধন্যবাদ। আমি চিরকাল এটি আমার হৃদয়ে ধারণ করে রাখব। “