CFL: মায়ের স্বপ্ন পূরণ করার জন্য নিজেকে উজাড় করে দিতে চান আলতাফ

   বাবা প্রয়াত হয়েছেন। দায়িত্ব নিয়েছেন চার মামা। শ্যামনগরের গারুলিয়ার আলতাফ হুসেইন এবারের কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন (CFL) খেলবেন টালিগঞ্জ অগ্রগামীর (Tollygunge Agragami) হয়ে।…

Altaf Hussain prove himself for tollygunge agragami in CFL 2024
  

বাবা প্রয়াত হয়েছেন। দায়িত্ব নিয়েছেন চার মামা। শ্যামনগরের গারুলিয়ার আলতাফ হুসেইন এবারের কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন (CFL) খেলবেন টালিগঞ্জ অগ্রগামীর (Tollygunge Agragami) হয়ে। মায়ের স্বপ্ন পূরণ করার জন্য নিজের সবটুকু দিয়ে মাঠে নামবেন আলতাফ হুসেইন।

   

আলতাফ রক্ষণভাগের ফুটবলার। টালিগঞ্জ অগ্রগামীর হয় খেলবেন সেন্টার ব্যাক পজিশনে। উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। রক্ষণভাগের ফুটবলার হিসেবে উচ্চতা হয়তো কিছুটা ছোটো। তবে নিজের পারফরম্যান্স দিয়ে সেই অভাবটুকু ঢেকে দিতে চাইছেন আলতাফ।

CFL: তিন প্রধানের থেকেও আর্মি রেডকে এগিয়ে রাখলেন সুরুচির রঞ্জন

২৬ বছর বয়সী আলতাফ বলেছেন, “হাইট নিয়ে হয়তো সবাই বলবে। কিন্তু সুযোগ দিয়ে দেখুক। বাবা চলে যাওয়ার পর চার মামা আমাকে দায়িত্ব নিয়ে বড় করেছেন। মায়ের ইচ্ছা আমি বড় ক্লাবের হয়ে যেন খেলার সুযোগ পাই। মায়ের জন্যই এবার ভাল করে প্র্যাকটিস করেছি, মাঠে নেমেও দেখিয়ে দিতে চাই আমিও ভাল খেলতে পারি।”

আলতাফ ইতিমধ্যে একাধিক ক্লাবের হয়ে খেলেছেন। নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন একাধিক সাফল্য। লোয়ার ডিভিশন থেকে ইস্টার্ন রেলওয়ের উত্থানের পিছনে অবদান রেখেছেন আলতাফ হুসেইন। কালীঘাট এমএস-এর সাফল্যের পিছনেও রয়েছে তাঁর অবদান। কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছিল কালীঘাট এমএস। ও চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন আলতাফ হুসেইন।

Mohammedan SC: মহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিলেন ভগবতীপুরের ইসরাফিল

এবারের কলকাতা ফুটবল লিগের জন্য নতুন করে দল গঠন করেছে টালিগঞ্জ অগ্রগামী। আলতাফের কথায়, “আশা করছি কোচ আমাকে স্টার্টিং ইলেভেনে রাখবেন। আমাদের প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। আমাকে ভাল খেলতেই হবে।”