HomeSports NewsIgor Stimac: ইগর স্টিমাচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ফেডারেশন

Igor Stimac: ইগর স্টিমাচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ফেডারেশন

- Advertisement -

জল্পনার অবসান। এবার ভারতীয় দলের হেডকোচ ইগর স্টিমাচকে (Igor Stimac) বিদায় জানানোর সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)। কে হবেন এবার নতুন কোচ? এক্ষেত্রে গত কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যম সূত্রে একাধিক ভারতীয় কোচের নাম শোনা গেলেও তা এখনো চূড়ান্ত হয়নি।

কিন্তু যতদূর শোনা যাচ্ছে, কোনো ভারতীয় ফুটবল ম্যানেজারের হাতেই দেওয়া হতে পারে দায়িত্ব। উল্লেখ্য, গত মার্চ মাসে দুর্বল আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক হার নিয়ে ক্ষোভে ফুঁসতে শুরু করেছিল দেশের ফুটবলপ্রেমী মানুষ। এমনকি সেই ম্যাচের শেষে গো ব্যাক স্লোগান ও শুনতে হয়েছিল স্টিমাচকে।

   

পরবর্তীতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানানো হয়, যে কুয়েতের বিপক্ষে ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে কোচের ভবিষ্যত। ঘরের মাঠে একেবারে হতাশাজনক পারফরম্যান্স থাকে সুনীল ব্রিগেডের। একাধিকবার গোলের সহজ সুযোগ নষ্ট করতে দেখা যায় রহিম আলী থেকে শুরু করে আনোয়ার আলীর মতো ফুটবলারদের। এমনকি জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচে ও গোল পাননি সুনীল ছেত্রী। যা খুব একটা ভালো ভাবে নেয়নি ফুটবলপ্রেমীরা।

পরবর্তীতে কাতার ম্যাচে এগিয়ে থেকে ও জয় সুনিশ্চিত করতে পারেনি ভারত। যারফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে ছিটকে যায় ব্লু-টাইগার্সরা। এক্ষেত্রে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের কোপে পড়তে হয় ভারতীয় দলকে। কিন্তু তবুও দলের হেড কোচ ইগর স্টিমাচের পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়ে ও উঠে আসতে থাকে একাধিক প্রশ্ন। তাই এবার স্টিমাচকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে এআইএফএফ।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular