AFC Cup : সব দলের তিন পয়েন্ট, নজরে এবার ২৪ তারিখ

রোমাঞ্চকর হয়ে উঠেছে এএফসি কাপের (AFC Cup) গ্রুপ পর্ব। চারটি দলেরই প্রাপ্ত পয়েন্ট তিন। আগামী ২৪ মে মাঠে নামবে চার দল। সে’দিন আভাস মিলতে পারে…

রোমাঞ্চকর হয়ে উঠেছে এএফসি কাপের (AFC Cup) গ্রুপ পর্ব। চারটি দলেরই প্রাপ্ত পয়েন্ট তিন। আগামী ২৪ মে মাঠে নামবে চার দল। সে’দিন আভাস মিলতে পারে পরের পর্বে কারা যোগ্যতা অর্জন করতে পারে।

Advertisements

শনিবার বসুন্ধরা কিংসের (Basundhara Kings)। বিরুদ্ধে ৪-০ গোলে জিতেছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। সন্ধ্যার ম্যাচে মেজিয়ার (Maziya) বিরুদ্ধে এক গোলে হেরে গিয়েছে গোকুলাম কেরালা ফুটবল ক্লাব (Gokulam Kerala FC)। তার আগের রাউন্ড গোকুলাম এটিকে মোহন বাগানকে হারিয়েছিল। মেজিয়ে পরাজিত হয়েছিল বসুন্ধরার বিরুদ্ধে। এইভাবে গ্রুপ ডি’র প্রত্যেকে দল একটি করে ম্যাচ জিতেছে এবং তিন পয়েন্ট পয়েন্ট পেয়েছে। আপাতত গোল পার্থক্যের হিসেবে গ্রুপ শীর্ষে রয়েছে এটিকে মোহন বাগান।

বিজ্ঞাপন

পরের রাউন্ডে কোন দল যোগ্যতা অর্জন করতে পারে সে বিষয়ে এএফসির নিয়ম-

  • দুই অথবা তার বেশি সংখ্যক দলের প্রাপ্ত পয়েন্ট সমান সমান হলে দেখা হবে হেড টু হেড ফলাফল।
  • গ্রুপ সবথেকে বেশি পয়েন্ট পাওয়া দল।
  • অংশগ্রহণকারী সমস্ত দলের মধ্যে যাদের গোল পার্থক্য সবথেকে বেশি হবে।
  • গ্রুপে অন্যান্য দলের তুলনায় যারা সবথেকে বেশি গোল করতে পারবে।